দেখুন, ঢাকায় দোকান উদ্বোধন আর খাবার উৎসবের খোঁজখবর

লা রিভের তৃতীয় বৃহত্তর ফ্ল্যাগশিপ স্টোর

ধানমন্ডি-২–এর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থিত লা রিভের ২৬তম শাখা
ছবি: লা রিভ

সায়েন্স ল্যাব মোড়ে চালু হলো লা রিভের তৃতীয় বৃহত্তর ফ্ল্যাগশিপ স্টোর। ফ্যাশন হাউসটির প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘ধানমন্ডি এলাকায় আরও বড় পরিসরে ফ্ল্যাগশিপ স্টোরটি চালু করেছি। ৩ তলার এই নতুন স্টোর দেখতে যেমন চমকপ্রদ, তেমনি ভেতরে ঢুকলেই মিলবে ফ্যাশন আর আরামদায়ক পরিবেশের মিশেল।

এমন একটি জায়গা আমরা তৈরি করতে চেয়েছি, যেখানে গ্রাহকেরা শুধু শপিংই করবেন না, বরং প্রতিদিনের লাইফস্টাইল ট্রেন্ডও তাঁদের মতো করে উপভোগ করবেন। শপিং যেন শুধুই কেনাকাটা না হয়ে একধরনের আনন্দময় অভিজ্ঞতা হয়ে ওঠে, এই লক্ষ্যেই এই নতুন স্টোরের পরিকল্পনা।’

ধানমন্ডি-২–এর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থিত নতুন স্টোরটি লা রিভের ২৬তম স্টোর। এখানে শুধু পোশাকই নয়, মিলবে দৃষ্টিনন্দন হোম ডেকোর আর লাইফস্টাইল অ্যাকসেসরিজের সংগ্রহ।

শেরাটনে চলছে সি ফুড উৎসব

নানা রকম সামুদ্রিক খাবার খাওয়ার সুযোগ করে দিয়েছে বনানীর হোটেল শেরাটন ঢাকা
ছবি: সাবিনা ইয়াসমিন

যাঁরা সামুদ্রিক খাবার খেতে ভালোবাসেন, তাঁদের জন্য দারুণ সুযোগ। রাজধানীতে বসে নানা রকম সামুদ্রিক খাবার খাওয়ার সুযোগ করে দিয়েছে বনানীর হোটেল শেরাটন ঢাকা। সেখানে চলছে কোস্টাল কার্নিভ্যাল নামে সামুদ্রিক খাবারের উৎসব। ৯ জুলাই সি ফুড উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থুনায়ান আবদুল ওয়াহাব হামাদাহ ও মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ।

অতিথি তাঁর পছন্দমতো খাবার অর্ডার দেওয়ার পর সেখানেই রান্না করে দেওয়া হচ্ছে
ছবি: সাবিনা ইয়াসমিন

এখানে মিলবে বিভিন্ন দেশের সামুদ্রিক খাবার চেখে দেখার সুযোগ। পাইয়া ভ্যালেন্সিয়ানা, স্মোকড ইলিশ, জাম্বালায়া রাইস, ফিশ সায়াদিয়া, লবস্টার বিস্কসহ নানা পদের সমাহার। গরম গরম খাবার খেতে যাঁরা ভালোবাসেন, তাঁদের জন্য রয়েছে লাইভ সি ফুড এক্সপেরিয়েন্স কাউন্টার। এখানে অতিথি তাঁর পছন্দমতো খাবার অর্ডার দেওয়ার পর সেখানেই রান্না করে দেওয়া হচ্ছে।

মিলবে সুশির নানা পদ। উৎসবে রয়েছে সালাদ বার, মকটেল ও কাবাব স্টেশন। মাংসপ্রেমীদের জন্য আছে গ্রিক ল্যাম্ব শ্যাংক, মাটন নেহারি, রোগানজোশের মতো খাবার। আছে চকলেট মিল্ক বাকলাভা, পিস্তাচিও বাকলাভা, রাওয়ানি, তুলুম্বা, মোশাবাক, মাচা মুজ কেক, অ্যারাবিয়ান কুনাফা, নারকেল ডিলাইটসসহ নানা স্বাদ ও পদের ডেজার্ট।

১৯ জুলাই পর্যন্ত চলবে এই আয়োজন
ছবি: সাবিনা ইয়াসমিন

ডিনারে বুফেতে মিলবে এসব খাবার। জনপ্রতি খরচ পড়বে ৯ হাজার ৪৫০ টাকা। বিকাশ পেমেন্টে একজনের খরচে খেতে পারবেন তিনজন। এ ছাড়া উৎসবের ২৪টি পার্টনার ব্যাংকের কার্ড ব্যবহার করে মিলবে ‘বাই ওয়ান, গেট টু’ কিংবা ‘বাই ওয়ান, গেট ওয়ান’ অফার। ১৯ জুলাই পর্যন্ত হোটেলের ১৪ তলায় অবস্থিত ‘দ্য গার্ডেন কিচেন’ রেস্তোরাঁয় চলবে এই আয়োজন।