আলোকিতে চলছে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৪’

নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে শুরু হয়েছে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৪’ছবি : সংগৃহীত

নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে রাজধানীর গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৪’। ২৬ ও ২৭ মার্চ দুই দিনব্যাপী এই আয়োজনে নানান দেশীয় পণ্য এক ছাদের নিচে তুলে ধরেছেন সারা বাংলাদেশ থেকে আসা ৮৫ জন নারী উদ্যোক্তা। ‘মেড ইন বাংলাদেশ’ বা বাংলাদেশে তৈরি পণ্যের প্রচার ও প্রসারে দুই দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।

বুটিক, হাতে সেলাই করা পোশাক, হাতে তৈরি কারুশিল্প, মাটি ও পাটের তৈরি পণ্য, প্রক্রিয়াজাত চামড়াপণ্য, জামদানি ও মসলিনের পোশাক, খাদ্যপণ্য, অর্গানিক স্কিনকেয়ার আইটেম এবং বাঁশ ও বেতের তৈরি নানা পণ্য স্থান পেয়েছে এই মেলায়। এ ছাড়া মেহেদির স্টল, বায়োস্কোপ, ইফতার ও ডিনার ফুড কোর্ট এবং বিনা মূল্যে মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্রসহ রয়েছে আরও অনেক কিছু।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেইন জানান, দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন করেছেন তাঁরা। তিনি বলেন, উদ্যোক্তারা কোনোপ্রকার খরচ ছাড়াই নিজস্ব স্টল দিতে পারছেন। মেলায় অংশ নেওয়া বেশির ভাগ নারী উদ্যোক্তা উৎপাদন খাতে জড়িত। প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার।

আগামীকাল ২৭ মার্চ মেলার শেষ দিন। মেলা শুরু হবে সকাল ১০টায়, রাত ১০টা পর্যন্ত উন্মুক্ত থাকবে সবার জন্য।

নারী উদ্যোক্তাদের ডিজিটাল ইকোসিস্টেমে নিয়ে এসে ক্যাশলেস পেমেন্ট সুবিধা দেওয়ার লক্ষ্যে মেলায় ব্র্যাক ব্যাংক কিউআর এবং কার্ড পেমেন্ট-সক্ষম প্রযুক্তিগত সহায়তা দেবে। মেলায় কিউআর পেমেন্টের ক্ষেত্রে ক্রেতারা ১৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।