ছোটদের ঈদপোশাকে থাকছে আরাম
ছেলেশিশুদের জন্য এবার ঈদের আয়োজনে আছে পাঞ্জাবি, কাতুয়া, ফুলহাতা ও ছোট হাতার শার্ট, পোলো শার্ট, টি–শার্ট, ফ্যাশনেবল শার্ট-প্যান্ট সেট, বয়েজ কার্গো ইত্যাদি
কখনো বাবার সঙ্গে সন্তান, আবার কখনো দাদা, বাবা এবং সন্তান—একই পাঞ্জাবিতে একসঙ্গে ঈদের নামাজে যাচ্ছেন দুই বা তিন প্রজন্ম। দিন দিন যেন জনপ্রিয় হচ্ছে একই পোশাকের এই ধারা। কম বেশি সব ফ্যাশন হাউসেই মিলিয়ে পোশাক পরার এই আয়োজন আছে। দোকানে দোকানে ঘুরে দেখা গেল ছেলেশিশুদের জন্য থাকছে পাঞ্জাবি, কাতুয়া, ফুলহাতা ও ছোট হাতার শার্ট, পোলো শার্ট, টি–শার্ট, ফ্যাশনেবল শার্ট-প্যান্ট সেট, বয়েজ কার্গো ইত্যাদি।
কাপড়, রং, ডিজাইন—শিশুদের পোশাকে এগুলোই প্রাধান্য পায় বেশি। গরমে বাচ্চাদের পোশাকে আরাম প্রধান বিষয়। এ কারণে সুতি, ভিসকস ও লিনেন বেশি বাছাই করেছেন বিক্রেতারা। এ ছাড়া আছে সাটিন ও অ্যান্ডি সিল্ক, ডেনিম, জ্যাকার্ড কটন ও টুইল ফেব্রিকস। স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট বেশি দেখা যাচ্ছে।
অঞ্জনসের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীন আহমেদ জানান, ছোট ছেলেদের পাঞ্জাবির বুকে ও হাতায় রয়েছে এমব্রয়ডারির বিভিন্ন ডিজাইনের হালকা ও ভারী কাজ। আছে প্রিন্টের ব্যবহার। গরমের কারণে ছোটদের হাফহাতা এবং ঢিলেঢালা ধরনের পোশাক তৈরি করা হয়েছে।
কে ক্রাফটসের ব্লেন্ডেড সুতি ও লিনেনের সাধারণ কাটের পাঞ্জাবি ৪৫০ থেকে ১ হাজার ১০০ টাকায় পাওয়া যাবে। ফ্যাশন হাউস সারায় ভিসকসের কাবলি সেট থাকছে ২ হাজার টাকার মধ্যে। এ ছাড়া বাবার পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে ছেলের পাঞ্জাবি কিনতে খরচ পড়বে ১ হাজার ৭৫০ থেকে ২ হাজার ২০০ টাকা। দেশালে ৯০০ টাকার ভেতরেই পাওয়া যাবে বাচ্চাদের সুতি পাঞ্জাবি। সেইলরে সুতি পাঞ্জাবি কিনতে খরচ হবে ১ হাজার ৪০০ টাকা। শৈশবে সুতি ও লিনেনের পাঞ্জাবি ১ হাজার টাকা ও কাবলি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৭০০ টাকা। রঙ বাংলাদেশ এবং অঞ্জনসে সুতির পাঞ্জাবি পাওয়া যাবে ৭০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়। ক্লাব হাউসেও সুতি পাঞ্জাবি পাওয়া যাবে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়। লিনেন কাপড়ের তৈরি পাঞ্জাবির দাম ২ হাজারের মধ্যেই। সন্তানের সঙ্গে মেলাতে পারবেন বাবাও। কাবলি কিনতে খরচ পড়বে ৮০০ থেকে ২ হাজার টাকা।
দেশালে বাচ্চাদের ফতুয়ার ও টি-শার্ট পাওয়া যাবে ৪০০ টাকা থেকে ৭০০ টাকার মধ্যে। শৈশবে সুতির ফতুয়া পাওয়া যাবে ৫০০ থেকে ৭০০ টাকায়। টি-শার্ট, পোলো শার্ট পাওয়া যাবে ৭০০ টাকায়। সেইলরে বাচ্চাদের শার্ট, টি-শার্ট, পোলো শার্ট মিলবে ১ হাজার টাকার ভেতরেই। সারায় বাবা ছেলের পোলো শার্ট ৮৫০ থেকে ১ হাজার ৩০০ টাকায়। শার্ট এবং প্যান্ট সেট পাওয়া যাবে ১ হাজার ৫০ টাকায়। অঞ্জনসে বাচ্চাদের শার্ট, টি-শার্ট পাওয়া যাবে ৮০০ থেকে ১ হাজার টাকার মধ্যে। ক্লাব হাউসে টাইডাইয়ের পোলো শার্ট পাওয়া যাবে ৮৯০ থেকে ১ হাজার ২০০ টাকায়।
সারায় বাচ্চাদের ডেনিম ও গ্যাবার্ডিন ৮০০ থেকে ১ হাজার ২০০–এর মধ্যে। অঞ্জনস এ বছর নতুন সংযোজন করেছে বাচ্চাদের প্যান্ট। জিনস ও গ্যাবার্ডিন প্যান্টগুলোর দাম পড়বে ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। সেইলরে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা। শৈশবে জিনস, গ্যাবার্ডিনের দাম ৪০০ থেকে ৮৫০ টাকা। রঙ বাংলাদেশে বাচ্চাদের পায়জামা পাওয়া যাবে ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে। ক্লাব হাউসে ডেনিম প্যান্ট ৮০০ টাকায় এবং পায়জামা কিনতে খরচ পড়বে ৩০০ থেকে ১ হাজার ২০০ টাকা।
শৈশবে ছেলেদের একরঙা শার্ট পাওয়া যাবে ৫০০ থেকে ৮০০ টাকায়। সারা লাইফস্টাইলে এ ধরনের শার্ট ৭০০ থেকে ১ হাজার ৭০০ টাকার মধ্যে পাওয়া যাবে। ক্লাব হাউসে পাওয়া যাবে ৮০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়। এ ছাড়া ক্লাব হাউসে ছেলে বাচ্চাদের জন্য পাওয়া যাবে ভিসকসের কোটি ১ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় এবং ব্লেজার ২ হাজার টাকায়।