হয়ে গেল ‘রামাদান সুক’

গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে হয়ে গেল ক্লোরাল ক্লজেট প্রেজেন্ট ‘রামাদান সুক’ছবি : প্রথম আলো

গয়না, দেশি-বিদেশি পোশাক, খাবার ও অন্দরসজ্জার বিভিন্ন অনুষঙ্গ নিয়ে রাজধানীর গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে হয়ে গেল ক্লোরাল ক্লজেট প্রেজেন্ট ‘রামাদান সুক’। বিভিন্ন রকমের পণ্য নিয়ে উৎসবে হাজির হয়েছিলেন উদ্যোক্তারা। ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত এই কেনাকাটায় ক্রেতাদের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ।

মেলায় ছিল দেশের বাইরে থেকে আনা ডিজাইনার পোশাক, দাম ৭ হাজার থেকে ৩৫ হাজার টাকা—জানালেন ‘রওনক’ প্রতিষ্ঠানের কর্ণধার রওনক সাদমানি সঙ্গীতা। মেলা উপলক্ষে তাঁর প্রতিষ্ঠান থেকে কেনাকাটায় ছিল ১০ শতাংশ পর্যন্ত ছাড়। ‘দিপুস ক্যান্ডোর’-এর দিপু সাদিক তুলে ধরেছিলেন ভিন্নধর্মী এক গয়নার পসরা। এসব তিনি নিজ হাতেই তৈরি করেন।

পাট, সুতা, চামড়ার সঙ্গে মুক্তা, পাথরের হার ইত্যাদি দিয়ে তৈরি করেছিলেন গয়না। দাম দেড় হাজার থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া মেলায় দেখা গেছে সোনার প্রলেপ দেওয়া ও মুক্তার গলার মালা, কানের দুল, হাতের ব্রেসলেট। মেলাজুড়ে ছিল ঘর সাজানোর বিভিন্ন পণ্য। টেবিল সাজানোর রানার, সুগন্ধযুক্ত মোম, ছবির ফ্রেম, শোপিস ইত্যাদি। যার বেশির ভাগই মালয়েশিয়া ও হংকং থেকে আনা বলে জানান বিয়ারগ্রাস পেজের কর্ণধার রিয়া রহমান। এ ছাড়া খাবারের জন্য মেলার এক কোনায় ছিল চকলেট ক্যারামাল টার্ট, লেমন টার্ট, বিস্কফ চিজকেক, ডোনাটস ইত্যাদি। ২২ মার্চ শুরু হওয়া এই মেলা শেষ হয়েছে ২৪ মার্চ।