১৯১৯ সাল থেকে নিজেদের মধ্যে ফুল, কার্ড বিনিময় করে বন্ধু দিবসের যাত্রা শুরু। জাতিসংঘ ২০১১ সালে ৩০ জুলাইকে বিশ্ব বন্ধু দিবস হিসেবে ঘোষণা করে। তবে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশই আগস্টের প্রথম রোববারটিকে বন্ধু দিবস হিসেবে পালন করে।
এ দিবসকে উপলক্ষ করে পছন্দের পোশাক ছাড়াও বন্ধুকে দিতে পারেন যেকোনো উপহারসামগ্রী। ফ্যাশন হাউস কে ক্র্যাফটও নিয়ে এসেছে নানা সামগ্রী। কে ক্র্যাফটের যেকোনো শাখায় অথবা kaykraft.com–এ গিয়ে কিনতে পারবেন পছন্দের সামগ্রী।
কে ক্র্যাফটের যেকোনো শাখা থেকে ৩০ জুলাই পর্যন্ত ২,৯৯৯ টাকা বা তার বেশি কেনাকাটা করলে র্যাফেল ড্রয়ের মাধ্যমে জিতে নিতে পারবেন পুরস্কার। বিজয়ীরা পাবেন স্টার সিনেপ্লেক্সে তিন বন্ধু মিলে একসঙ্গে চলচ্চিত্র দেখার সুযোগ। বিস্তারিত জানতে পারবেন kaykraft.com অথবা ফ্যাশন হাউসটির ফেসবুক পেজে।