স্টাইলিশ জুতা পায়ে নজর কাড়ুন উৎসবে

বিজ্ঞাপন বার্তা

চারপাশে বাজতে শুরু করেছে বিয়ের বাদ্য। বাংলাদেশে শীতকাল মানেই বিয়ের মৌসুম। এখন শুধু বর বা কনে নন, দুই পক্ষের সব সদস্যই সচেতন থাকেন নিজ নিজ সাজপোশাক নিয়ে। গায়েহলুদ, বিয়ে ও বৌভাত—একেক দিন একেক সাজ, সঙ্গে ভিন্ন রকমের পোশাক। ফ্যাশনসচেতনরা এই কদিনে পোশাকের ধরনের সঙ্গে মিলিয়ে বদলে ফেলেন জুতাও। পায়ে মানানসই স্টাইলিশ জুতা থাকলেই পরিপূর্ণতা পায় বিয়ের সাজ। তাই সবারই চেষ্টা থাকে আকর্ষণীয়ভাবে নিজেকে সবার সামনে উপস্থাপন করার।

পায়ে মানানসই স্টাইলিশ জুতা থাকলেই পরিপূর্ণতা পায় বিয়ের সাজ
ছবি: সংগৃহীত

শুধু স্টাইলের জন্যই নয়, জুতা কেনার ক্ষেত্রে খেয়াল রাখতে হয় দুটি বিষয়—স্বস্তি বা আরাম ও পোশাক অনুযায়ী জুতা নির্বাচন, যা আপনার বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিচয় দেবে রুচি ও ফ্যাশনসচেতনতার।

ইতিমধ্যে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড এপেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠান বাজারে নিয়ে এসেছে তাদের ‘ওয়েডিং কালেকশন’। সব বয়সী পুরুষ ও নারীদের জন্য রয়েছে নানা ডিজাইনের জুতা ও ক্লাচ। যেখান থেকে সহজেই বেছে নিতে পারবেন পছন্দের পণ্যটি। কিন্তু বিয়ের সাজের সঙ্গে মিলিয়ে কে কোন ধরনের জুতা বা ক্লাচ কিনবেন—আসুন জানা যাক।

ভেনচুরিনি মেনস ফরমাল ড্রেস শু


পুরুষদের জন্য এই জুতা ফরমাল পোশাকের সঙ্গে পরার উপযোগী। এটি দেখতে যেমন স্টাইলিশ, তেমনি রয়েছে বৈচিত্র্যময় ডিজাইন। উন্নত মানের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এই জুতা বিয়েসহ যেকোনো অনুষ্ঠানে পরা যায়। কারণ, সব ধরনের অনুষ্ঠানে ফরমাল পোশাকের সঙ্গে এটি সহজেই মানিয়ে যাবে।

নিনো রসি ব্লক হিলস


ওপরের দিক থেকে খোলা ব্লক হিলযুক্ত এই স্যান্ডেলগুলোতে রয়েছে বৈচিত্র্যময় গোল্ডেন শেড, যা যেকোনো ধরনের পোশাকের সঙ্গে মানিয়ে যাবে। সৌন্দর্য বৃদ্ধির জন্য অলংকৃত সূক্ষ্ম দুটি স্ট্র্যাপ রয়েছে এই স্যান্ডেলে। বিয়ের অনুষ্ঠানের সাজ হিসেবে নারীরা শাড়ি, কামিজ ইত্যাদির সঙ্গে পরার জন্য এই স্যান্ডেলগুলো রাখতে পারেন পছন্দের তালিকায়।

বিয়ের অনুষ্ঠানের সাজ হিসেবে নারীরা শাড়ি, কামিজ ইত্যাদির সঙ্গে পরার জন্য এই স্যান্ডেলগুলো রাখতে পারেন পছন্দের তালিকায়
ছবি: সংগৃহীত

ভেনচুরিনি মেনস জার্দোজি এমব্রয়ডার্ড শু

মখমলের ওপর লাক্সারি আস্তর দিয়ে বানানো হয়েছে এই জুতা। রয়্যাল গোল্ডেন কালারের জার্দোজির ওপর করা হয়েছে এমব্রয়ডারির কাজ। পুরুষেরা বিয়ের অনুষ্ঠানে শেরওয়ানির মতো ট্র্যাডিশনাল ঝলমলে পোশাকের সঙ্গে পরার জন্য অনায়াসে বাছাই করতে পারেন জুতাটি।

মুচি পয়েন্টেড টো হিলস

এপেক্সের ওয়েডিং কালেকশনে থাকা স্টাইলিশ জুতাগুলোর এটি অন্যতম। ফ্যাশনসচেতন নারীদের জন্য এই জুতা হতে পারে প্রথম পছন্দ। কারণ, এটিতে রয়েছে বৈচিত্র্যময় লাইট পিঙ্ক শেডের বৈচিত্র্যময় ডিজাইন। যেকোনো পার্টি বা অনুষ্ঠানে যেকোনো পোশাকের সঙ্গে এই জুতা পায়ে থাকলে প্রকাশ পাবে আপনার আভিজাত্য।

মুচি স্কয়ার টো হিল স্যান্ডেল

গতানুগতিক ডিজাইন থেকে এই জুতা একটু ভিন্ন। স্ট্র্যাপের ওপর স্টোনশোভিত বুননে ডিজাইনকৃত স্টাইলিশ এই জুতার গোড়ালির দিকটা স্কয়ার ডিজাইনের। স্টোনশোভিত হিল থাকায় এটি গায়েহলুদের অনুষ্ঠান বা পার্টিতে পরার জন্য উপযুক্ত। পার্টি ড্রেস, শাড়ি বা সালোয়ার-কামিজ—যেকোনো পোশাকের সঙ্গে মানানসই এই জুতা আপনাকে সবার সামনে তুলে ধরবে আলাদা করে।
 
এবং ক্লাচ...

গায়ে পছন্দের পোশাকের সঙ্গে পায়ে স্টাইলিশ জুতা তো হলো। কিন্তু হাতে কী থাকবে? হ্যাঁ, অবশ্যই ক্লাচ। তাই এপেক্সের ‘ওয়েডিং কালেকশনে’ রয়েছে ক্লাচের সমাহার।
মুচি প্লিটেড স্যাটিন ক্লাচটি আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলবে অনেকখানি। দৃষ্টিনন্দন বুননে ডাবল আস্তর দেওয়া এই ক্লাচ ব্যবহারকারীকে করে তোলে স্টাইলিশ। ক্লাচটির স্যাটিনের ওপর বোল্ড রেড কালারের আবরণ থাকায় বিয়ের অনুষ্ঠানে এটি সঙ্গে রাখলে আপনাকে দেখাবে পরিপাটি।

এ ছাড়া রয়েছে মুচি ভেলভেট ক্লাচ। সব ধরনের পোশাকের সঙ্গে ব্ল্যাক–রেড কালারের বৈচিত্র্যময় ক্লাচটি মানানসই। চমৎকার ডিজাইনের স্টোন দিয়ে অলংকৃত এই ক্লাচ সঙ্গে রাখলে বিয়ে ও বৌভাতের অনুষ্ঠানে আপনি নজর কাড়বেন আলাদাভাবে।