কোথায় পাবেন শার্প ফ্রিজ

নতুন সংসার, অল্প অল্প করে গুছিয়ে নিচ্ছেন তনিমা। হাজারো ব্যস্ততার মধ্যে আগেই কেনা হচ্ছে প্রয়োজনীয় সব জিনিস। এরই মধ্যে ফ্রিজ কেনা নিয়ে চলছে চিন্তাভাবনা। তনিমার বড় বোন অনেক বছর ধরেই ব্যবহার করছেন শার্প ফ্রিজ। তনিমাও সিদ্ধান্ত নেন শার্পের ফ্রিজই কিনবেন। জাপানিজ ব্র্যান্ড শার্পের অথরাইজড ডিস্ট্রিবিউটর এসকোয়্যার ইলেকট্রনিকস। তাই প্রোডাক্টের অথেনটিসিটি নিয়ে চিন্তা নেই। অনেক ঘাঁটাঘাঁটি করে তনিমা দেখলেন এসকোয়্যার ইলেকট্রনিকসে রয়েছে শার্পের ২৬টি মডেলের অত্যাধুনিক ফ্রিজ। রয়েছে প্রিমিয়াম এবং বাজেট-ফ্রেন্ডলি ফ্রিজ, অর্থাৎ ইনভার্টার, ২ ডোর, ৪ ডোর, ৫ ডোর, ৬ ডোর, মিনিবারসহ সব ধরনের ফ্রিজ।

বাজেট-ফ্রেন্ডলি ফ্রিজ

সাশ্রয়ী বাজেটের মধ্যে পাওয়া যাচ্ছে অরিজিনাল শার্পের অত্যাধুনিক সব ফ্রিজ। ২২৪ থেকে শুরু করে ৪২৮ লিটার পর্যন্ত ইনভার্টার টেকনোলজির এই ফ্রিজগুলো এসকোয়্যার ইলেকট্রনিকস থেকে সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন গ্রাহকেরা, যেগুলো ছোট কিংবা বড়, যেকোনো পরিবারের জন্যই ব্যবহারযোগ্য। এ ছাড়া রয়েছে ৯০ থেকে শুরু করে ১১৮ লিটার পর্যন্ত মিনিবার ফ্রিজ। তাই পছন্দের ব্র্যান্ডের ফ্রিজটি কিনতে বাজেট নিয়ে আর কোনো ভয় নেই।

জাপানিজ ব্র্যান্ড শার্পের অথরাইজড ডিস্ট্রিবিউটর এসকোয়্যার ইলেকট্রনিকস
ছবি: সংগৃহীত

প্রিমিয়াম ফ্রিজ

এসকোয়্যার ইলেকট্রনিকসে রয়েছে প্রিমিয়াম এবং আকর্ষণীয় ডিজাইনের শার্প রেফ্রিজারেটর। ২ ডোর থেকে শুরু করে ৪, ৫ কিংবা ৬ ডোরের অত্যাধুনিক ফিচার, গ্লাস ডোর, ওয়াটার ডিসপেন্সার ও স্মার্ট ডিজাইনের এই ফ্রিজগুলো আপনার কিচেনের ইন্টেরিয়রকে করবে আরও আকর্ষণীয়। ৫৭০ থেকে শুরু করে ৭০০ লিটারের মধ্যে যেকোনো সাইজের ফ্রিজ পেয়ে যাবেন সর্বোচ্চ সাশ্রয়ী মূল্যে।  

এসকোয়্যার ইলেকট্রনিকসে আরও পাওয়া যাচ্ছে
• আকর্ষণীয় অফার এবং অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি
• শূন্য শতাংশ ইএমআই এবং সহজ কিস্তির সুবিধা
• ফ্রি ডেলিভারি ও ইনস্টলেশন
• সেরা বিক্রয়োত্তর সেবা
• দক্ষ ও অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা সার্ভিসিং

অরিজিনাল শার্পের অত্যাধুনিক সব ফ্রিজের মধ্য থেকে আপনার পছন্দের ফ্রিজটির জন্য যেতে পারেন সারা দেশের এসকোয়্যার ইলেকট্রনিকসের শোরুমে।
অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন এখানে