অপো এফ১৭ প্রো: স্মার্টফোন ফটোগ্রাফির উৎকর্ষের শিখরে

এফ১৭ প্রোতে আছে ৪৮ মেগাপিক্সেল কোয়াড এআই রিয়ার ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল পাঞ্চ হোল ডুয়েল এআই সেলফি ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেলের (এফ/১.৭) মূল ক্যামেরার পাশাপাশি এতে আছে ৮ মেগাপিক্সেলের (এফ/২.২) ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের (এফ/২.৪) দুটি মনোক্রোম্যাটিক ডেপথ সেন্সর; যাতে ফটোগ্রাফির ক্ষেত্রে মিলবে এক অসাধারণ অভিজ্ঞতা। আর অনন্য সেলফির জন্য সামনে ১৬ মেগাপিক্সেলের (এফ/২.৪) মূল ক্যামেরার সঙ্গে আছে ২ মেগাপিক্সেলের (এফ/২.৪) ডেপথ সেন্সর, যা হার্ডওয়্যার-লেভেল প্রসেসিংয়ের মাধ্যমে সেলফি পোর্ট্রেটেও নিয়ে আসবে চমৎকার ডিটেইল।

এআই কালার পোর্ট্রেট, এআই সুপার ক্লিয়ার পোর্ট্রেট ও এআই বিউটিফিকেশন ২.০–এর মতো অনন্য ফিচারে প্রতিটি পোর্ট্রেটে অসাধারণ ডিটেইলের পাশাপাশি ডেপথ সেন্সরের চমৎকার এজ ডিটেকশনে ব্লারড ব্যাকগ্রাউন্ডে সাবজেক্ট আরও সুন্দরভাবে ফুটে উঠবে। এ ক্ষেত্রে মনোক্রোম্যাটিক পোর্ট্রেট লেন্সেরও একটি বড় ভূমিকা আছে। প্রতিটি ক্যামেরার অ্যাপারচার বড় হওয়ায় এবং এআই নাইট ফ্লেয়ার পোর্ট্রেট ও এআই সুপার নাইট পোর্ট্রেট মুডে লো লাইটে আকর্ষণীয় পোর্ট্রেট তোলা যায়।

অপো এফ১৭ প্রোর ছয়টি ক্যামেরাতেই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারে খুব সহজেই সিন রিকগনিশন করতে পারে। এর ফলে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে খাবার, পোষা প্রাণী ছাড়াও রাতের ছবির ক্ষেত্রে অটো নাইট মুডে চলে গিয়ে নান্দনিক ছবি তোলায় সাহায্য করে। এ ছাড়া এ ফোনে আছে প্যানোরামা, নাইট মুড, টাইম ল্যাপস ও স্লো মোশন।

আধুনিক তরুণদের প্রতিদিনের নিত্যসঙ্গী স্মার্টফোন। তরুণেরা এখন সবকিছুর জন্যই স্মার্টফোনের ওপর নির্ভর করেন। স্মার্টফোনে কোন চিপসেট ব্যবহার হলো, পারফরম্যান্স কেমন, ডিসপ্লেটা কত বড়, ব্যাটারি ব্যাকআপ দেবে কতক্ষণ, এগুলো নিয়ে থাকে নানান জল্পনা-কল্পনা। তবে সব ছাপিয়ে নতুন ফোন কেনার সময় তরুণেরা ক্যামেরার ফিচারগুলোর দিকে একটু বেশি নজর দেন। কেননা স্মার্টফোন এমন এক ডিভাইসে পরিণত হয়েছে, যা সবার কাছে সব সময় থাকে। তাই ফোনের পাশাপাশি আরেকটি ক্যামেরা বহনে অনেকেরই অনীহা দেখা যায়। আর তাই স্মার্টফোন কোম্পানিগুলোও প্রতিনিয়ত তাদের ফোনের ক্যামেরায় নিয়ে আসছে পরিবর্তন। আর এ যাত্রায় অগ্রদূতের ভূমিকায় আছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো।

হালের তরুণেরা আগের থেকে অনেক বেশি গতিশীল। তাঁরা সব সময় তাঁদের সৃজনশীলতা সবার সামনে তুলে ধরতে আগ্রহী। আর এ ক্ষেত্রে ছবি কিংবা ভিডিওর অবদান সবচেয়ে বেশি। তরুণদের অনেকেই এখন ভ্লগিং ও স্মার্টফোন ফটোগ্রাফি করছেন এবং সবার সামনে তাঁদের মুনশিয়ানা জাহির করছেন। আর স্মার্টফোনের ক্যামেরার ক্রমাগত উন্নয়নে তরুণেরা মুঠোফোনের ক্যামেরায় অনন্য সব মুহূর্তসহ শর্টফিল্মও তৈরি করছেন। এসব ক্ষেত্রে তাঁদের জন্য অপো এফ১৭ প্রো যেন এক আশীর্বাদ।

ফটোগ্রাফির পাশাপাশি এফ১৭ প্রোর ভিডিওর পারফরম্যান্সও চমকে দেওয়ার মতো। সেকেন্ডে ৩০ ফ্রেমে ফোর কে ভিডিও করা যায় এ ফোনে। ক্যামেরায় এম্বেডেড জাইরোস্কোপ ও উন্নত ইআইএসে (ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন) ভিডিওকে করবে আরও স্থিতিশীল ও পরিষ্কার। তাই হেঁটে হেঁটে ভ্লগিংয়ের জন্য ভিডিও করা হবে আরও সহজ।

অপো এফ১৭ প্রোতে আছে হেলিও পি ৯৫ চিপসেটের সঙ্গে আছে ৮ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। চোখধাঁধানো দুটি রং ম্যাজিক ব্লু ও ম্যাট ব্ল্যাকে চমৎকার ফিনিশে এফ১৭ প্রোতে আছে ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০, যা মাত্র এক ঘণ্টার মধ্যে ফোনটির ৪ হাজার ১৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিকে সম্পূর্ণ চার্জ করতে পারে।

অপো এফ১৭ প্রোর ৬টি এআই ক্যামেরা ও ফিচার আধুনিক তরুণদের ছবি কিংবা ভিডিও করায় দেবে অনন্য অভিজ্ঞতা। তা ছাড়া এর চমৎকার হার্ডওয়্যার-সফটওয়্যার অপটিমাইজেশনে স্মার্টফোন ব্যবহার হবে আরও স্মুথ। এই সবকিছু নিয়ে এফ১৭ প্রোর বর্তমান বাজারমূল্য মাত্র ২৭ হাজার ৯৯০ টাকা এবং এখন সব অপো শপে পাওয়া যাচ্ছে।

টিপস

প্রো মুডে অনন্য পোর্ট্রেট

  • একটি অন্ধকার পরিবেশে সাবজেক্টকে নিন, শুধু ফোকাসের জন্য কিছু সময়ের জন্য হালকা লাইট ব্যবহার করুন

  • ক্যামেরাটি একটি ট্রাইপডে বসিয়ে প্রো মুড সিলেক্ট করুন

  • সর্বনিম্ন আইএসও সিলেক্ট করুন

  • প্রয়োজনমতো শাটারস্পিড সিলেক্ট করুন

  • সাবজেক্টের চারপাশ দিয়ে অল্প আলোর একটি এলইডি লাইট দিয়ে বিভিন্ন নকশা আঁকুন

  • ব্যস, খুব সহজেই হয়ে গেল লাইট পেইন্টিংয়ে চমৎকার একটি পোর্ট্রেট