কানসাই নেরোল্যাকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান

দেশের শীর্ষস্থানীয় রং উৎপাদনকারী প্রতিষ্ঠান কানসাই নেরোল্যাকের সঙ্গে আগামী দুই বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন দেশের খ্যাতিমান সংগীত ও অভিনয়শিল্পী তাহসান খান।

এই দুই বছরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কানসাই নেরোল্যাক পেইন্টস (বাংলাদেশ) লিমিটেডের সব ক্যাটাগরির পণ্যের জন্য বিভিন্ন ধরনের প্রচারণামূলক কাজে থাকবেন তিনি। এর আগেও তাহসান খান তাঁর নতুন বাড়ি রং করতে কানসাই নেরোল্যাকের পণ্য ব্যবহার করেছেন। নেরোল্যাকের পণ্যের মান সম্পর্কে তাঁর সন্তুষ্টিই এই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে তাদের প্রচারণায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানান তিনি।

২৭ জুন গুলশানের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। অনুষ্ঠানে তাহসান খানের সঙ্গে উপস্থিত ছিলেন কানসাই নেরোল্যাক পেইন্টস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিশাল মোথরেজা।

১০০ বছরেরও পুরোনো জাপানের কানসাই পেইন্টস বিশ্বের অষ্টম বৃহত্তম রং উৎপাদনকারী কোম্পানি এবং বর্তমানে পৃথিবীর ৮০টি দেশ জুড়ে এর কার্যক্রমের পরিধি বিস্তৃত। কানসাই নেরোল্যাক পেইন্টস সিসামুক্ত, কম ভিওসি ও এইচডি প্রযুক্তির রঙের উদ্ভাবক। বর্তমানে কানসাই নেরোল্যাক পেইন্টস বাংলাদেশের স্বাস্থ্যসচেতন ভোক্তাদের কাছে আস্থার এক নাম।