থাকছে অফার, খুলছে শাখা

জেন্টল পার্কে জোড়া অফার

ঈদ ট্রেন্ডে দেশি মোটিফের সঙ্গে পশ্চিমা ধাঁচের ফ্যাশন যুক্ত করেছে জেন্টল পার্ক। থাকছে কাবলি, কামিজ, কুর্তি, এক্সিকিউটিভ পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, গেঞ্জিসহ শিশুদের বিভিন্ন পোশাক। মুড আর ডেস্টিনেশনকে প্রাধান্য দিয়ে ঈদের পোশাকগুলোতে আনা হয়েছে প্যাটার্নে নতুনত্ব। রঙের ব্যবহারে এসেছে কোমলতা; আবার এরই বৈপরীত্য থাকছে রাতের ফরমাল বা ফেস্টিভ পোশাকে। নতুন পোশাক কিনতে ক্রেতাদের আগ্রহ বাড়াতে আরও থাকছে জোড়া মূল্যছাড় ক্যাম্পেইন। শোরুমে যেকোনো পাঁচটি পোশাক বা ফ্যাশন অনুষঙ্গ ক্রয়ে থাকছে সর্বোচ্চ ৩০ শতাংশ মূল্যছাড়। পাশাপাশি অনলাইন কেনাকাটায় দেওয়া হচ্ছে সব পণ্যে ২০ শতাংশ মূল্যছাড়। এ ছাড়া অনলাইনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্রেডিট কার্ডে মিলবে অতিরিক্ত ২৫ শতাংশ মূল্য ক্যাশব্যাক সুবিধাও।

দেশজুড়ে ৪৫টি জেন্টল পার্কের রিটেইল শোরুমের পাশাপাশি ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকেও কেনা যাবে পণ্য। জেন্টল পার্কের চেয়ারম্যান ও চিফ ডিজাইনার শাহাদাৎ চৌধুরী বলেন, ‘ঈদে প্রায় ১৪ ক্যাটাগরিতে নিট, ওভেন ও লেদার পণ্য তৈরি করেছি আমরা। কাপড় ও রং ছাপিয়ে পুরুষ ও শিশুদের পাঞ্জাবির কাটেও থাকছে বৈচিত্র্য। ফরমাল বা ক্যাজুয়াল রেডি টু ওয়্যারগুলো ঈদ বাদেও পরা যাবে বছরজুড়েই। জীবনযাত্রায় সহজতা বাড়াতে মূল্যসাশ্রয়ী প্রতিটি পণ্যে বাড়তি থাকছে মূল্যছাড় সুবিধাও। পাশাপাশি শোরুমে কেনাকাটা ছাড়াও আমরা গুরুত্ব দিচ্ছি অনলাইন অর্ডারের প্রতিও।’

খুলনায় ইয়েলোর নতুন আউটলেট

Picasa

দেশের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ইয়োলো এবার উপস্থিত খুলনায়। সম্প্রতি নগরীর সোনাডাঙ্গা মসজিদ সরণিতে নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়। ইয়েলোর এই ১৬তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেক্সিমকো ইয়েলোর হেড অব রিটেইল অপারেশনস হাদি এস এ চৌধুরী, মার্কেটিং ম্যানেজার রায়হান কবির, অপারেশনস ম্যানেজার শাহরিয়ান আহমেদ, সুমিত তরফদারসহ খুলনার বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে হাদি এস এ চৌধুরী জানান, খুলনার ফ্যাশনপ্রেমীদের জন্য নতুন এক দিগন্ত উন্মোচিত হলো।

Picasa

ঢাকার মতো এই স্টোরে মিলবে একদম নতুন কালেকশন। সেই সঙ্গে ইয়েলোর সব ধরনের সুযোগ–সুবিধাও থাকবে খুলনাবাসীর জন্য। মসজিদ সরণি কেডিএ জামে মসজিদের ঠিক বিপরীত পাশেই অবস্থিত আউটলেটটি। তিনতলাজুড়ে ইয়েলোর এই আউটলেটে সব বয়সী ক্রেতাদের জন্য সর্বাধুনিক পোশাক আছে নতুন এই আউটলেটে। এখানে পোশাক ছাড়াও আছে হোমটেক্সটাইলসামগ্রী।

ইজির মডেল শুভ

অভিনেতা ও মডেল আরিফিন শুভ। বিভিন্ন সময় বিভিন্ন ব্র্যান্ডের মডেল হয়েছেন তিনি। এবার ফ্যাশন হাউস ইজির ঈদ কালেকশনের মডেল হয়েছেন এই অভিনেতা। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে এর শুটিং সম্পন্ন হয়েছে। প্রতি ঈদেই বাহারি ডিজাইনের মেনজ আউটফিট নিয়ে আসে ইজি। এবার ঈদ উপলক্ষে ইজিতে রয়েছে কালারফুল সব টি-শার্ট, পোলো শার্ট, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, শর্ট ও লং পাঞ্জাবি, প্যান্ট ইত্যাদি। প্রতিটি শোরুমেই পাওয়া যাবে ইজির নতুন কালেকশন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, রাজশাহী, খুলনা, বগুড়া, বরিশাল, নরসিংদী, ফেনীসহ সারা দেশে ইজির শোরুম রয়েছে।

প্রোভিডেন্সের আউটলেট উদ্বোধনে ফেরদৌস-পূর্ণিমা

MOSTAK

চিত্রনায়ক ফেরদৌস গত বছরের শেষে বাংলাদেশি পোশাক ব্র্যান্ড প্রোভিডেন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হন। এরপর থেকেই প্রতিষ্ঠানটির সঙ্গে পণ্যের প্রচারণায় কাজ করে যাচ্ছেন তিনি। এত দিন অনলাইনে ব্র্যান্ডের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। রাজধানীর যমুনা ফিউচার পার্কসংলগ্ন কুড়িল বিশ্বরোডে প্রতিষ্ঠানটির প্রথম শোরুমের উদ্বোধন করা হয় ৬ মে। এ উপলক্ষে ফেরদৌসের সঙ্গে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। করোনার কারণে স্বল্প পরিসরে সম্পন্ন হয় উদ্বোধনী আয়োজন।

ফ্যাশন ব্র্যান্ডটির আয়োজনে পুরুষের পাশাপাশি নারীদের জন্যও রয়েছে বাহারি পোশাক। এ ধরনের একটি আয়োজনে উপস্থিত হয়ে পূর্ণিমা বলেন, ‘দেশীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি অনেক দিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে পোশাক রপ্তানি করে আসছে। এবার তারা দেশেই এটি বাজারজাত করতে শুরু করেছে। এই উদ্যোগের যাত্রা শুরুর সময় উপস্থিত থাকতে পেরে ভালো লেগেছে।’ ফেরদৌস বলেন, ‘প্রোভিডেন্সের সুনামের কারণেই এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি। আমার বিশ্বাস, প্রতিষ্ঠানটি দেশের মানুষের আস্থা অর্জনে সক্ষম হবে।’