দেশি ব্র্যান্ড রিবানা এখন আমাজনে

চালু হলো দেশীয় অর্গানিক পণ্যের ব্র্যান্ড রিবানার ওয়েবসাইট। ২০১৫ সালে যাত্রা শুরু করা অর্গানিক পণ্যের জনপ্রিয় দেশি ব্র্যান্ড রিবানা। এরই মধ্যে প্রতিষ্ঠানটি প্রাকৃতিক উপাদানের গুণাগুণ অক্ষত রেখে ত্বক ও চুলের যত্ন নেওয়ার বিশুদ্ধ সামগ্রী পৌঁছে দিচ্ছে ক্রেতার কাছে।

রিবানার পণ্য পৃথিবীর সবচেয়ে বড় ই-কমার্স ওয়েবসাইট আমাজনেও পাওয়া যাবে
ছবি: সংগৃহীত

এই দেশি ব্র্যান্ড সারা বিশ্বে অর্গানিক পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২৩ অক্টোবর  গুলশানের লেকশোর হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ওয়েবসাইট চালু করে। সম্মেলনে জানানো হয়, রিবানার পণ্য পৃথিবীর সবচেয়ে বড় ই-কমার্স ওয়েবসাইট আমাজনেও পাওয়া যাবে। কুরিয়ার সার্ভিস ডিএইচএলের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে বিশ্বের যেকোনো ঠিকানায়।

এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিবানার শুভেচ্ছাদূত অভিনেত্রী পূর্ণিমা, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মো. ওয়াহিদুজ্জামানসহ অনেকে।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মো. ওয়াহিদুজ্জামান ও রিবানার শুভেচ্ছাদূত অভিনেত্রী পূর্ণিমা
ছবি: সংগৃহীত

দেশে রিবানার তারকা পণ্য ‘স্যাফরন গোট মিল্ক সোপ’-এর চাহিদা অনেক। দেশের বাইরেও এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে বলে সংবাদ সম্মেলনে জানান মো. ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, ‘এ কারণে আমাজনের সঙ্গে আমাদের ব্যবসা যুক্ত করেছি। এভাবে আমরা রিবানাকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে সক্ষম হয়েছি। এ ছাড়া খুব শিগগিরই আলিবাবা, ইবে, আলিএক্সপ্রেস ইত্যাদি আন্তর্জাতিক ই-কমার্স সাইটে রিবানার সব পণ্য পাওয়া যাবে।’

এ আয়োজনে পূর্ণিমা বলেন, ‘সবাই বিদেশি পণ্যের সঙ্গে কাজ করে। কিন্তু আমি এই দেশি পণ্যের সঙ্গে কাজ করছি। রিবানার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগেই আমি রিবানার পণ্য সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ব্যবহারও করেছি। রিবানার প্রতিটি পণ্য প্রায় শতভাগ গুণগত মানসম্মত। রিবানার পণ্য এখন আমাজনে পাওয়া যাবে। বিশ্বের যেকোনো জায়গা থেকে রিবানার ওয়েবসাইটে পণ্য অর্ডার করা যাবে।’  

সংবাদ সম্মেলনে কথা বলছেন পূর্ণিমা
ছবি: সংগৃহীত

রিবানা নেতৃত্ব, সামাজিক উদ্ভাবন এবং উদ্যোক্তার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। সে জন্য ২০১৯ সালে রিবানা ‘ইউএনডিপি ফর দ্য ইয়ুথ কো-ল্যাব প্রোগ্রাম’-এ স্বীকৃতিও পেয়েছে।
বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে রিবানা। এর নিজস্ব কোনো দোকান না থাকায় ওয়েলবিং ফার্মেসি, এসএ করপোরেশন, স্মার্ট শপিং বিডি, কার্নেসিয়া, হাইলাইট ইউ সিটিজি, এফজেট কসমেটিকসহ (ফেনী) মোট ৩৫টির বেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্য বিপণন করছে।


রিবানার পণ্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.ribana.com.bd ঠিকানার ওয়েবসাইটে।