ধানমন্ডিতে হাতিলের নতুন শোরুম

একের পর এক নতুন নতুন শোরুম উদ্বোধনের মাধ্যমে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড হাতিল। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিকতম সংযোজন ধানমন্ডিতে নতুন শোরুম। সীমান্ত সম্ভার মার্কেটের দ্বিতীয় তলায় (রোড-০২, ধানমন্ডি, ঢাকা-১২০৯) এই শোরুম হাতিলপ্রেমীদের জন্য খুলে দেওয়া হয়েছে ২৮ মে। ৪ হাজার ৮০০ বর্গফুটের এ শোরুমে থাকছে হোম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন এবং ডোরের বিশাল সংগ্রহ। স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত এই শোরুম মঙ্গলবার ছাড়া প্রতিদিনই সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

দেশের ফার্নিচার শিল্পের অন্যতম পথপ্রদর্শক হাতিল কমপ্লেক্স লিমিটেড ১৯৮৯ সালে যাত্রা শুরু করে। ক্রেতাদের নিরন্তর সমর্থনে ইতিমধ্যে একটি দূরদর্শী ব্র্যান্ড হিসেবে সুনাম অর্জন করেছে। বর্তমানে দেশের প্রায় সব জেলায় হাতিলের ৭০টি এক্সক্লুসিভ শোরুম রয়েছে। দেশীয় ক্রেতাদের চাহিদা পূরণ করে আন্তর্জাতিক মানের পণ্যসেবা নিয়ে হাতিল পৌঁছে গেছে এশিয়ার নানা দেশ, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার বাজারে। ভারতের বিভিন্ন প্রদেশে রয়েছে হাতিল ব্র্যান্ডের ২৪টি আউটলেট।
হাতিলের বর্তমান অবস্থানে উন্নীত হওয়ার পেছনে অনুঘটক হয়েছে নান্দনিক, টেকসই ও রুচিশীল ফার্নিচার, উন্নত কাঁচামাল, পরিবেশবান্ধব ইউভি লেকার ফিনিশ এবং উন্নত বিক্রয়োত্তর সেবা।

সাভারে অবস্থিত অত্যাধুনিক কারখানায় রয়েছে ইউরোপীয় মানের অধিক কার্যক্ষম যন্ত্রপাতি, যার মাধ্যমে অল্প সময়ে তৈরি করা হচ্ছে ত্রুটিবিহীন রুচিশীল পণ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমানসহ হাতিল কমপ্লেক্স লিমিটেডের পরিচালকেরা।

ছবি: হাতিল