নগরবাসীকে চমকে দিতে ইশোর অভিনব প্রচারণা

ছবি: ইশো

বাংলাদেশের আসবাবের জগতে ইশোর শুরুটা সাড়াজাগানো। কারণ, এটাই দেশের প্রথম স্মার্ট ফার্নিচার উপহার দিয়েছে ক্রেতাদের। এরপর প্রতিনিয়ত উদ্ভাবনী সৌকর্য আর দৃষ্টিনন্দন ও আধুনিক পণ্য উপহার দিয়ে নিয়মিতভাবেই চমক দিচ্ছে তারা। এমনকি তাদের প্রচারণায় রয়েছে এমন সব বিষয়, যা ক্রেতাকে আকর্ষণ না করে পারে না। তেমনই একটি অভিনব প্রচারণা তারা ৫ জানুয়ারি শুরু করেছে ঢাকা শহরে। তিন সপ্তাহের এ প্রচারণার নাম দেওয়া হয়েছে ‘ইউ নো ইউ নিড ইট’। এর অংশ হিসেবেই শহর চষে বেড়াচ্ছে তিনটি গাড়ি। এ গাড়িগুলোর মধ্যে আছে বিভিন্ন ধরনের আসবাব ও অন্যান্য সামগ্রী।

ছবি: ইশো

আসলে ক্রেতাদের নাগালে ইশোর ফার্নিচার পৌঁছে দেওয়াই হচ্ছে এ প্রচারণার উদ্দেশ্য। এরই মধ্যে বিপুল সাড়া পাওয়া গেছে বলেও জানানো হয়েছে। এ অভিনব প্রচারণায় ক্রেতারা নিজেদের এলাকায় থেকেই দেখতে এবং বিশদ জানতে পারছেন ইশোর বৈশ্বিক মানের আসবাব সম্পর্কে।

প্রতি সপ্তাহে বদলে যাচ্ছে ভ্যানের অভ্যন্তরীণ আসবাবের সজ্জা। কোনো সপ্তাহে লিভিং রুম তো পরের সপ্তাহে অফিস বা ডাইনিং রুম কিংবা বেডরুম, এভাবেই সাজানো হয়েছে।

ছবি: ইশো

এ প্রচারণা কেবল অভিনবই নয়, বরং আরও রয়েছে নানা চমকও। যেমন সবাইকে বিস্মিত করে উপস্থিত থাকছেন কোনো না কোনো তারকা। এর সঙ্গে বাড়তি পাওনা হিসেবে আছে আকর্ষণীয় ডিসকাউন্ট ও গ্র্যান্ড র‍্যাফল ড্রতে অংশ নেওয়ার সুযোগ।
এ প্রচারণা সম্পর্কে বিশদভাবে জানতে চোখ রাখা যেতে পারে এ প্রচারণা উপলক্ষে বিশেষভাবে তৈরি ইভেন্ট পেজ ইশোর ফেসবুক পেজ ও টুইটার হ্যান্ডলে।

প্রতিদিনই উত্তর ও দক্ষিণ ঢাকার ৩০টি এলাকায় উপস্থিত থাকছে ইশোর ভ্যান। ক্রেতারা ভ্যানে ঢুকে খুঁজে নিতে পারবেন তাঁদের পছন্দের আসবাব। উল্লেখ্য, করোনাকালের স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতিদিনই নিয়ম করে স্যানিটাইজ করা হচ্ছে ভ্যানগুলো। আর ভ্যানে প্রবেশের সময় সবাইকে ফেস মাস্ক দেওয়ার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করা হচ্ছে।

এ প্রচারণার মূল লক্ষ্য হচ্ছে আমাদের ব্যক্তিত্বের সঠিক প্রকাশে অন্য অনেক কিছুর পাশাপাশি সঠিক আসবাব বাছাইকে উৎসাহিত করা। এ প্রসঙ্গে ইশোর হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন রোহান শ্রীনিবাসন বলেন, ‘আমাদের ভ্যান সবাইকে ফার্নিচার নিয়ে নতুন করে ভাবাবে এবং সাড়া ফেলবে সবার মাঝে।

ছবি: ইশো

তাঁর অভিমত, মানুষ এমনিতেই মনমরা হয়ে আছে। এরই মধ্যে নতুন বছরে অনেক কিছু বিবেচনায় রেখেই, ইশোর প্রথম প্রচারণাকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে সাজানোর হয়েছে। তা ছাড়া এই প্রচারণার মাধ্যমে ইশোর বিশ্বমানের পণ্য ও ডিজাইন জনসাধারণের কাছে পৌঁছে দেওয়াটা্ই উদ্দেশ্য। কারণ, এতে করে একদম কাছ থেকে ইশোর বিভিন্ন পণ্য দেখার, জানার ও পছন্দ করার সুযোগ পাবেন ক্রেতারা।