পূজার আয়োজন ও নতুন উদ্যোগ

ছবি: রঙ বাংলাদেশে

রঙ বাংলাদেশের শারদ সংগ্রহ

ছবি: রঙ বাংলাদেশে

আর কদিন পরেই সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠবেন শারদীয় উৎসবে। প্রতিকূল এই সময়েও পূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে চায় দেশীয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ। এ জন্য সাধ্যের মধ্যে পূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে নজরকাড়া শারদ সংগ্রহ নিয়ে হাজির হয়েছে ফ্যাশন হাউসটি। দেশীয় যেকোনো উৎসবেই সময়কে রাঙাতে সদা প্রস্তুত থাকে দেশের অন্যতম ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ। প্রতিবারের মতোই প্রতিষ্ঠানটি তাদের শারদ সংগ্রহ সাজিয়েছে আলাদাভাবে। সংগ্রহটিতে রয়েছে ছোট-বড় সবার জন্য আলাদা আয়োজন।

রঙ বাংলাদেশ সব সময় বিষয়ভিত্তিক সংগ্রহ সাজিয়ে থাকে। এবারও সেই ধারা অব্যাহত রাখা হয়েছে। শারদীয় আয়োজনকে আকর্ষণীয় ও সুন্দর করতে থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে মন্দির ও প্রতীক, দেবীর অলংকার, শতরঞ্জি, যা তৈরি হয়েছে আরামদায়ক কাপড়ে। মূলত কটন, হাফসিল্ক, সেমি পিউর, লিনেন। এবার মূল রং হিসেবে রয়েছে লাল, নীল, পিচ, কমলা, হলুদ, ব্রাউন, লাইট অলিভো ও গেরুয়া। পোশাকের নকশা ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ, প্যাচওয়ার্ক, কারচুপি ইত্যাদি।
শারদ সংগ্রহে সব বয়সের সবার জন্য রয়েছে বিভিন্ন ধরনের অনন্য ডিজাইনের পোশাক। যেমন শাড়ি, থ্রি-পিস, কামিজ, স্কার্ট টপস, ফ্রক, বেবি শাড়ি, রেডি ব্লাউজ, ওড়না, আনস্ট্রিচ ড্রেস, পাঞ্জাবি, টি-শার্ট, শার্ট, ধুতি, উত্তরীয় ইত্যাদি। বিশেষ ম্যাচিং পোশাক রয়েছে পরিবার ও যুগলদের জন্য। আরও রয়েছে জুয়েলারি, মেয়েদের ব্যাগ, পার্স, মানিব্যাগ, বেডকভার, পিলো কভার, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, শোপিস, নানা ডিজাইনের মগসহ বিভিন্ন ধরনের গৃহস্থালি ও উপহারসামগ্রী।

নতুন ফ্যাশন হাউস ম্যাজিক্যাল বিডি

ছবি: ম্যাজিক্যাল বিডি

‘নতুনত্বের শৈল্পিকতায়’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করল ফ্যাশন হাউস ম্যাজিক্যাল বিডি। শনিবার সন্ধ্যায় মিরপুরে ফ্যাশন হাউস ম্যাজিক্যাল বিডির নতুন শাখা উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অভিনেত্রী নোভা ফিরোজ, উদ্যোক্তা নুসরাত আক্তার লোপা, পরিচালক আবু তালেব বাবু, ম্যাজিক্যাল বিডির স্বত্বাধিকারী এঞ্জেলিকা সিমি এবং এর সঙ্গে সম্পৃক্ত সম্মানিত ব্যক্তিবর্গ।

আধুনিক অন্দরসজ্জার সঙ্গে সামঞ্জস্য রেখে ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়ায় সাজানো হয়েছে শোরুমটি। এই শহরের মানুষদের চাহিদার বিষয়টি মাথায় রেখে সাজানো হয়েছে এর কালেকশন। নতুনত্বের শৈল্পিকতায় তৈরি করা হয়েছে শাড়ি, আনস্টিস থ্রি-পিস, পর্দা, বেডশিট, পাঞ্জাবি। রয়েছে রুচিসম্মত আধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং নতুন নতুন সব কালেকশন। সম্পূর্ণ দেশীয় ঐতিহ্যকে ধারণ করে ডিজাইনে আনা হয়েছে ভিন্নতা। পোশাকে ফুটে তোলা হয়েছে হাতের কাজ, ব্লক, বাটিকসহ বিভিন্ন মোটিফের কাজ। শোরুমের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে ফ্যাশন হাউস ম্যাজিক্যাল বিডির সব পণ্য।

ম্যাজিক্যাল বিডির স্বত্বাধিকারী এঞ্জেলিকা সিমি বলেন, ‘আমরা সম্পূর্ণ দেশীয় পণ্য নিয়ে কাজ করি। আমাদের শোরুমে পাওয়া যাবে দেশের বিভিন্ন অঞ্চলের পোশাক। এ ছাড়া চট্টগ্রামে ম্যাজিক্যাল বিডির প্রধান শোরুম করার পরিকল্পনা রয়েছে। ই-কমার্সের মাধ্যমে ফ্যাশন হাউস ম্যাজিক্যাল বিডি কাজ শুরু করে। তাই অনলাইনেও পাওয়া যাবে আমাদের সব পণ্য। আমরা আন্তর্জাতিক বাজারেও আমাদের পণ্য বিক্রি করতে চাই। ইতিমধ্যে আমরা কানাডা, যুক্তরাষ্ট্রে আমাদের পণ্য সরবরাহ করছি। বর্তমানে ভারতের বাজারে আমাদের পণ্য সরবরাহের কাজ চলছে।’