লালগালিচার গয়না আর অনুষঙ্গবৃত্তান্ত

এ যেন ‘শেষ হয়ে হইল না শেষ’। মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২১ দেওয়া হয়ে গেছে ২৭ মে। কিন্তু এখনো নানা আলোচনায় এই উৎসব। চোখ বুলিয়ে নেওয়া যাক উৎসবে আসা ফ্যাশনিস্তা তারকা অতিথিদের কিছু আলোচিত গয়না আর অনুষঙ্গে।
১ / ১০
পোশাকের মতো গয়নায়ও নজর কেড়েছেন মডেল শিরিন শিলা। দুটি হার আর দুটি মুক্তোর মালা পরেছেন তিনি। সেগুলো সংগ্রহ করেছেন দেশি গয়নার ব্র্যান্ড আমিশে থেকে। কানের দুলটি সবুজ–সাদা পাথরের হারের সঙ্গে মিলিয়ে পরেছেন
ছবি: সাবিনা ইয়াসমিন
২ / ১০
মুমতাহিনা টয়ার গলার হারটিও দুর্দান্ত। এটি নয়া বুটিক মেহের থেকে নেওয়া। এলিগ্যান্ট মেকওভারের স্বত্বাধিকারীই মেহেরের উদ্যোক্তা, পোশাক আর গয়নার ডিজাইনার
ছবি: সাবিনা ইয়াসমিন
৩ / ১০
সংগীত তারকা সভ্যতার কানের দুলটি অনলাইন আর্ট অ্যান্ড ক্রাফট স্টোর বোহো ইয়ার্ড থেকে নেওয়া। মাটির তৈরি দুলগুলোর ফিনিশিং খুবই নিখুঁত
ছবি: সাবিনা ইয়াসমিন
৪ / ১০
মডেল পিয়া জান্নাতুল তাঁর গলার গয়নাটি ধার করেছেন বান্ধবীর কাছ থেকে। সেটি একটি তুর্কি শপ থেকে নেওয়া। ক্লাচটি ব্রিটিশ লাক্সারি ফ্যাশন হাউস আলেকজান্ডার ম্যাককুইনের। সেটির বিশেষত্ব হলো, ব্যাগটি হাতে ধরে রাখলে মনে হয়, চার আঙুলে আংটির মতো অলংকার পরেছেন। তাই আলাদা করে আর আংটি পরার দরকার হয় না। হাতে শোভা পেয়েছে লুই ভুতোঁর রোদচশমা
ছবি: সাবিনা ইয়াসমিন
৫ / ১০
মিম মানতাসার গয়না আর দুল তাঁর গাউনকে খুবই সমর্থন দিয়েছে। যেন গয়নাটি তৈরিই হয়েছে এই গাউনের সঙ্গী হওয়ার জন্য
ছবি: সাবিনা ইয়াসমিন
৬ / ১০
আজমেরী হক বাঁধনের সাজের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছিল চুলের মেসি বানে গুঁজে দেওয়া কৃষ্ণচূড়া। অনেকেই গোলাপ বা বেলি এঁটে দিয়েছেন চুলে। তবে বাঁধন ছাড়া আর কেউ লালগালিচায় কৃষ্ণচূড়াকে নিয়ে আসার কথা ভাবেননি
ছবি: সাবিনা ইয়াসমিন
৭ / ১০
বাঁধনের মতো মমর সাজের বিশেষ দিক ছিল খোঁপায় জুড়ে দেওয়া তাঁর নিজের বাগানের মধুমঞ্জরীর থোকা। এই ফুলটির নামকরণ করেছিলেন খোদ রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমঞ্জরীকেও লালগালিচায় আনার ধারণাটি অভিনব। খোঁপার এসব ফুল একাই গয়না আর সৌরভ—দুই কাজই করে দেয়
ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ১০
আশনা হাবিব ভাবনা জুতা জোড়া নিয়েছেন ইতালীয় লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানা থেকে। হাতের ক্লাচটি নিয়েছেন মার্কিন ফ্যাশন ব্র্যান্ড জুসি কুটর থেকে
ছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ১০
পোশাক ছাপিয়ে আলাদা করে মনোযোগ কেড়ে নেয় সাফা কবিরের দুল জোড়া। সেগুলো তিনি সংগ্রহ করেছিলেন ভারতে শুটিং করতে গিয়ে। আর হাতের ক্লাচটি কিনেছিলেন মার্কিন মুলুকে ঘুরতে গিয়ে
ছবি: সাবিনা ইয়াসমিন
১০ / ১০
স্বাগতা গলার হারটি পরেছেন পুরোনো সংগ্রহ থেকে। মনে করে বলতে পারলেন না ঠিক কোত্থেকে কিনেছিলেন
ছবি: সাবিনা ইয়াসমিন