ট্রাম্পের পার্টিতে নীতা আম্বানি পরলেন ২০০ বছরের পুরোনো গয়না

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সে উপলক্ষে তাঁর তরফ থেকে আমন্ত্রণ পেয়ে মার্কিন মুলুকে হাজির হয়েছেন বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা। এর মধ্যে আছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি। ১৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প তাঁর ঘনিষ্ঠজনদের নিয়ে দিয়েছেন একান্ত আড্ডা। সেই আড্ডার কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। যেখানে ট্রাম্পের সামনে হাসিমুখে দেখা যাচ্ছে নীতা ও মুকেশ আম্বানিকে। এ ছাড়া ট্রাম্পের সঙ্গে ছবিও তুলেছেন তাঁরা। প্রাইভেট পার্টিতে শাড়ি আর সাজে নজর কেড়েছেন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানি। জেনে নিন তাঁর সাজপোশাকের বিস্তারিত।

১ / ৬
ট্রাম্পের এই ক্যান্ডল লাইট ডিনার পার্টি ছিল মূলত বিভিন্ন দেশের বিজনেস টাইকুন, ধনকুবেরদের মিলনমেলা। নীতা আম্বানি সেখানে গিয়েছিলেন ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথের আগে ট্রাম্পের সঙ্গে এক ফ্রেমে নিতা ও মুকেশ আম্বানি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৬
পার্টিতে নীতা বেছে নিয়েছিলেন ভারতের ঐতিহ্যবাহী শাড়ি কাঞ্জিভরম। শাড়িটি তৈরি করেছে ফ্যাশন হাউস স্বদেশ। যেখানে কাঞ্জিপুরম গ্র্যান্ড টেম্পল থেকে অনুপ্রাণিত ১০০টি ভিন্ন ভিন্ন মোটিফ বেছে নেওয়া হয়েছে নকশা হিসেবে। শাড়িটি বুনেছেন ভারতের জাতীয় পুরস্কার পাওয়া তাঁতি কৃষ্ণমূর্তি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ৬
শাড়ির সঙ্গে নীতা পরেছিলেন ডিজাইনার মনিশ মালহোত্রার নকশা করা ব্লাউজ। মখমল কাপড়ের ব্লাউজের গলাবন্ধ ও ফুলহাতার শেষে জুড়ে দেওয়া হয়েছে বিডসের নকশা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ৬
অভিজাত এই শাড়ি ও ব্লাউজের সঙ্গে নীতা পরেছিলেন ১৮ শতকের ঐহিত্যবাহী ভারতীয় অলংকার, যা তাঁকে সেদিনের অনুষ্ঠানে আরও অভিজাত করে তোলে। ২০০ বছরের পুরোনো দক্ষিণ ভারতের এই গয়নার গলার অংশ প্যারট শেপের। এতে ব্যবহার করা হয়েছে চুনি, পান্না, হীরা, মুক্তা ও সোনা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ৬
নীতা আম্বানির এই অভিজাত লুকের সঙ্গে দারুণ মানিয়েছে কালো ওভারকোট। কপালে ছোট্ট টিপ ও হাতখোপায় পূর্ণতা পেয়েছে সাজ। পার্টিতে মুকেশ আম্বানি বেছে নিয়েছিলেন সাদা শার্ট ও কালো স্যুট, সঙ্গে ঝুলিয়েছিলেন খয়েরি ডট নকশার টাই। আম্বানি দম্পতির সঙ্গে ভারতের আরেক আবাসন ব্যবসায়ী কালপেশ মেহতা (বাঁয়ে)
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন