শাহরুখ যে পারফিউম ব্যবহার করেন, তার ঘ্রাণ কেমন
পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, বলিউড তারকা দীপিকা পাড়ুকোন আর আনুশকা শর্মার মধ্যে একটা মিল আছে। তাঁরা তিনজনই শাহরুখ খানের নায়িকা। তাঁদেরকে যখন শাহরুখকে প্রথম দেখায় ফার্স্ট ইমপ্রেশন’ কী ছিল, জিজ্ঞেস করা হয়, তিনজনই একই রকম উত্তর দিয়েছেন। মাহিরা খান বলেছিলেন, ‘শাহরুখের কাছে এগিয়ে যাচ্ছিলাম। আর কোত্থেকে যেন অপূর্ব একটা ঘ্রাণ আমাকে মোহাচ্ছন্ন করে রাখছিল। শাহরুখকে আমার প্রথম প্রশ্নই ছিল, কোন পারফিউম এটা? শাহরুখ বলেছিল, “গুগল ইট।”’
অন্যদিকে দীপিকা পাড়ুকোন বলেছিলেন, ‘হি স্মেলস বিউটিফুল, ভেরি বিউটিফুল।’ আর আনুশকা বলেছিলেন, ‘শাহরুখের রুচি, পছন্দ খুবই ভালো। তবে পারফিউমের ক্ষেত্রে সেরা! হি স্মেলস গুড, রিয়েলি গুড।’
আজ শাহরুখের ৫৮তম জন্মদিন। তবে এই ৫৮ সংখ্যাটাকে আপনি যদি ভুল করে ৩৮ লিখেও ফেলেন, মনে হয় না ভুল হবে। জন্মদিনে জেনে নেওয়া যাক, বলিউডের এই বাদশাহ কোন পারফিউম ব্যবহার করেন।
শাহরুখ খানের যে বিষয়গুলো নিয়ে অনেকবার আলোচনা করা হয়েছে, তার ভেতর অন্যতম হলো শাহরুখের ‘পারফিউম সেন্স’। শাহরুখ ঘড়ি আর পারফিউম সংগ্রহ করতে ভালোবাসেন। শাহরুখ খান মূলত দুটি পারফিউম একসঙ্গে ব্যবহার করেন।
প্রথমটি হলো ডানহিল। লন্ডনকেন্দ্রিক এই ব্র্যান্ডের পারফিউমটি প্রথম বাজারে আসে ১৯৩৪ সালে। প্রায় ৯০ বছরের পুরোনো এই পারফিউমটি শাহরুখের মন কেড়েছিল। পারফিউমটি সিডার কাঠ, ল্যাভেন্ডার, বারগামোট অরেঞ্জ, তনকা বিন, ওকমস প্রভৃতি ঘ্রাণের সমন্বয়ে তৈরি। বাংলাদেশে পাঁচ হাজার টাকায় কিনতে পাওয়া যাবে ডানহিলের পারফিউম।
ডানহিলের সঙ্গে অন্য যে পারফিউমটি শাহরুখ ব্যবহার করেন, সেটি ফরাসি লাক্সারি ব্র্যান্ড ডিপটিকের লম্ভ দ্য লু (L'Ombre Dans L'eau)। ১৯৮৩ সালে পারফিউমটি প্রথম বাজারে আনা হয়। মূলত কিশমিশের সবুজ–কালো পাতা, উইপিং উইলোগাছের কাঠ ও পাতার সঙ্গে বিশেষ জাতের গোলাপের ঘ্রাণ মিশিয়ে তৈরি। ১২৫ ডলার (১৩ হাজার ৭০০ টাকা) আর ২২০ ডলারে (২৪ হাজার টাকায়) কিনতে পাওয়া যাবে।
শাহরুখ জানিয়েছেন, তাঁর কয়েক পদের কাঠ, মসলা আর ফলের ঘ্রাণ ভালো লাগে।