স্কার্ট–টপের সঙ্গে যেভাবে শাড়ি পরবেন

বাঙালির যেকোনো উৎসবে পুরুষের যেমন পাঞ্জাবি, মেয়েদের তেমনি শাড়ি—না হলে যেন চলেই না। তাঁত থেকে সিল্ক, জামদানি থেকে মসলিন—শাড়িতে আমাদের কত–না বৈচিত্র্য! শুধু বুননেই নয়, শাড়ি পরার ধরনেও এসেছে বৈচিত্র্য। কুঁচি আর ভাঁজের নানা কৌশলে শাড়ি পরার স্টাইলে আনা হচ্ছে ভিন্নতা। চলুন দেখে নিই তেমনই একটি স্টাইল।

মডেল: শিরীন শিলা, শাড়ি: ড্রেসিডেল, স্কার্ট–টপ: ক্লাব হাউস, সাজ : পারসোনা
ছবি : কবির হোসেন

শাড়িটি পরানো হয়েছে স্কার্ট–টপ দিয়ে। শাড়ির শেষ প্রান্তে ছয়টি কুঁচি করে নেওয়া হয়েছে। এবার বাঁ দিক বরাবর কোমরে গুঁজে নেওয়া হয়েছে।

মডেল: শিরীন শিলা, শাড়ি: ড্রেসিডেল, স্কার্ট–টপ: ক্লাব হাউস, সাজ : পারসোনা
ছবি : কবির হোসেন

এদিকে আঁচল সামনে এনে বক্স কুঁচি করে নিতে হবে। সবশেষে আঁচলের শেষ প্রান্ত নিয়ে গুঁজে দিতে হবে কোমরে।

মডেল: শিরীন শিলা, শাড়ি: ড্রেসিডেল, স্কার্ট–টপ: ক্লাব হাউস, সাজ : পারসোনা
ছবি : কবির হোসেন

এই ভিন্নধর্মী শাড়ি পরায় কোমরে বেল্টের ব্যবহার করতে পারেন। এতে শাড়ি ড্র্যাপিংয়ে আসবে আধুনিকতার ছোঁয়া।