অস্কারে মেসিকে নিয়ে এত হইচই কেন?

বর্ডার কলি জাতের কুকুর মেসি ছিল অস্কারের নামীদামি তারকাদের সঙ্গে একই সারিতেছবি: ইনস্টাগ্রাম থেকে

আজ ১১ মার্চ ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। সাতটি শাখায় অস্কার জিতে নিয়ে সব আলো কেড়ে নিয়েছে ‘ওপেনহেইমার’। কিন্তু অস্কারের মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে লাইমলাইট ছিল মেসির দিকে। শুধু অস্কারে অংশ নেবে বলে সুদূর ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছে সে। অস্কারের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই মেসিকে নিয়ে শোরগোল পড়ে যায় হলিউডপাড়ায়।

দর্শকসারিতে মেসি
ছবি: রয়টার্স

গতকাল এমন গুঞ্জনও শোনা গিয়েছিল, অস্কারে ‘থাকবেন’ না মেসি। কারণ, মেসি অস্কারে থাকলে যদি বাকি অভিনেতারা ম্লান হয়ে যান? এমন শঙ্কার পরও মেসি ‘এসেছেন’, আর এসেই অস্কারের আলো কেড়ে ‘নিয়েছেন’ সতীর্থদের কাছ থেকে। ভাবছেন, অস্কারের মঞ্চে মেসি? না, বিশ্বজয়ী ফুটবলার লিওনেল মেসি নন। বলছি ‘মেসি: দ্য ডগ’-এর কথা। ৯৬তম অস্কারে তারকা আর পোশাকের পাশাপাশি আলো কেড়ে নিয়েছে ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমার তারকা মেসি।

মেসির জন্যই এই দুইজন দাওয়াত পেয়েছেন ৯৬তম অস্কারে
ছবি: রয়টার্স

সাত বছর বয়সী বর্ডার কলি জাতের কুকুর মেসি ছিল অস্কারের নামীদামি তারকাদের সঙ্গে একই সারিতে। স্টাইলিশ বো টাইয়ে মেসিকে দেখতেও লেগেছে দারুণ। তাকে নিয়ে হাস্যরস করতেও পিছপা হননি সঞ্চালক জিমি কিমেল।

মেসিকে নিয়ে হাস্যরস করতেও পিছপা হননি সঞ্চালক জিমি কিমেল
ছবি: রয়টার্স

তবে মেসি নজর কেড়েছে রবার্ট ডাউনি জুনিয়রের অস্কার নেওয়ার সময়।

‘ওপেনহেইমার’ সিনেমার জন্য পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র। পুরস্কার নেওয়ার সময় সবাই যখন দাঁড়িয়ে অভিনন্দন জানাচ্ছিলেন তাঁকে, তখনই ক্যামেরার নজর যায় মেসির দিকে। দুই পা দিয়ে করতালির মাধ্যমে অভিবাদন জানানোর চেষ্টা করছে সে!


যদিও পরে জানা গেছে, মেসির এই হাততালি সত্যি নয়। বরং মেসির ট্রেনার লরা মার্টিন প্লাস্টিকের পা দিয়ে আগে দৃশ্যটি রেকর্ড করে রেখেছিলেন। প্রি-রেকর্ডেড ক্লিপটি চালানো হয় শোর মাঝখানে।

মেসি লাইমলাইটে আসে কান ফিল্ম ফেস্টিভ্যাল দিয়ে। সেখানে পাম ডি’অর জিতে নেয় ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমাটি। এই সিনেমায় গাইড ডগ চরিত্রে অভিনয় করা মেসির হাতে তুলে দেওয়া হয় ‘পাম ডগ’ পুরস্কার। এর পর থেকেই হলিউডে বাড়তে থাকে মেসির জনপ্রিয়তা। তখন থেকেই ভাবা হচ্ছিল, অস্কারে দেখা যাবে মেসিকে। মেসির জন্ম, বসবাস, বেড়ে ওঠা ফ্রান্সে। সেখান থেকে সিনেমায় সুযোগ পাওয়া, অতঃপর অস্কারে। গতকাল অস্কারে মনোনয়নপ্রাপ্তদের মধ্যাহ্নভোজেও দেখা গেছে তাকে।

লালগালিচায় পোজও দিয়েছে মেসি
ছবি: রয়টার্স

মেসি নিজে কোনো অস্কার না পেলেও তার সিনেমা ‘অ্যানাটমি অব আ ফল’ অস্কার জিতেছে সেরা মৌলিক চিত্রনাট্যের জন্য। এই চিত্রনাট্যের লেখক জাস্টিন ত্রিয়েত ও আর্থার হারারি অস্কার জিতেছেন যুগ্মভাবে।