এবারই প্রথম কালো পোশাকে এলেন টয়া

দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসেছে আজ। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বিকেল পাঁচটা থেকে তারকাদের পদচারণে জমজমাট লালগালিচা। এই আয়োজনে কোন তারকা কী পরে এলেন? এখানে দেখুন অভিনেত্রী মুমতাহিনা টয়ার সাজপোশাক।

১ / ৬
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর আসরে অভিনেত্রী মুমতাহিনা টয়া হাজির হলেন কালো স্লিভলেস পোশাকে।
ছবি: অগ্নিলা আহমেদ
২ / ৬
টয়া মেরিল-প্রথম আলো পুরস্কারের নিয়মিত মুখ, তবে এর আগে এই আয়োজনে তাঁকে কখনো কালো পোশাকে দেখা যায়নি।
ছবি: অগ্নিলা আহমেদ
৩ / ৬
তাই এবার ভেবেচিন্তেই কালো পোশাক বেছে নিয়েছেন তিনি।
ছবি: অগ্নিলা আহমেদ
৪ / ৬
তাঁর পোশাক ও অলংকার তৈরি করেছে বাংলাদেশি লাক্সারি ব্র্যান্ড ‘মেহের’। মেকআপও করেছেন মেহের থেকেই।
ছবি: অগ্নিলা আহমেদ
৫ / ৬
সাজপোশাকের পেছনে আবহাওয়ার বিষয়টিও মাথায় রেখেছিলেন টয়া।
ছবি: অগ্নিলা আহমেদ
৬ / ৬
বলছিলেন, ‘এবার আবহাওয়া বেশ রহস্যময়। কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো থমথমে মেঘলা আকাশ। যে কারণে চুলে লম্বা বেনি করেছি এবার।’
ছবি: অগ্নিলা আহমেদ। লেখা: মৃণাল সাহা