২০২২ সালে ছেলেদের জন্য ছিল বহু রঙের ফ্যাশন

চলতি বছর ছেলেদের পোশাকে প্রাধান্য পেয়েছে উজ্জ্বল রং

পোশাকে ছিল আরামের রংছবি: নকশা

অতিমারির স্মৃতি এখনো গত নয়। পৃথিবীর কোথাও কোথাও এখনো নিজের ভয়াবহতা জানান দিয়ে যাচ্ছে করোনা। যার প্রভাবে বছরজুড়ে দেখা গেছে ফ্যাশন ধারায়ও। অতিমারির পর থেকে পৃথিবীজুড়ে আরাম ও স্বস্তিদায়ক পোশাক সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠে। চলতি বছরও এই জনপ্রিয়তায় খুব বেশি ভাটা পড়েনি। এ ধরনের পোশাক বলতে ক্যাজুয়াল ও স্ট্রিট স্টাইলকেই বোঝায়। স্ট্রিট কিংবা ক্যাজুয়াল স্টাইল যা-ই হোক না কেন। পোশাকে ছিল আরাম।

ক্যাজুয়াল ও স্ট্রিট স্টাইলই বেশি দেখা গেছে
ছবি: নকশা

ছেলে-বুড়ো সবার পোশাকই ছিল ঢোলাঢালা। ট্রেন্ডও ছিল এমন পোশাকের দখলে। যেগুলোতে দেখা গেছে পশ্চিমা ও দেশীয় প্যাটার্নের সংমিশ্রণ। পাশাপাশি ফ্যাশন ট্রেন্ডজুড়ে যে ধারাগুলো রাজত্ব করেছে, এর মধ্যে অন্যতম ছিল হাই কনট্রাস্ট, ড্রেসি অ্যাফেয়ার, মনোক্রোম ও কালার পপ।

চলতি বছর ছেলেদের কালার প্যালেটে প্রাধান্য পায় উজ্জ্বল রং। কমলা, ল্যাভেন্ডার, মিনারেল পিংক বা ওয়াটার ইয়েলো। আবার অ্যাশ, খাকি, বিস্কুট, কফি, অফ হোয়াইট রংগুলোও জনপ্রিয়তা পায়। সব সময়ের মতো সাদা শার্ট ছিল চলতি ধারায়। লুকে পরিবর্তন আনতে অনেকেই শার্টের ক্ষেত্রে স্ট্রাইপকে প্রাধান্য দিয়েছেন। গত কয়েক বছরের ধারাবাহিকতায় ক্যাজুয়াল শার্টে প্রিন্টের অবস্থান ছিল একই রকম। তবে রঙিন প্রিন্টের সুতি শার্ট বেশি জনপ্রিয়তা পায়। ভারী কাপড় এড়িয়ে চলার প্রবণতা দেখা যায় সবার মধ্যে। বটম হিসেবে নিট ডেনিম বা গ্যাবার্ডিন কাপড়ের চিনোসই সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পায়। চিনোসের রংও হয়ে ওঠে স্টাইল স্টেটমেন্টের অংশ। সাধারণ রঙের চিনোসের পরিবর্তে উজ্জ্বল রংগুলো বেশি প্রাধান্য পায়। তাই চিনোসে নীল, লাল, হলুদ, সবুজ বা এসব রঙের নানা ধরনের শেড শোভা পায়। লোফার জনপ্রিয়তা হারায়নি একেবারেই।

লোফার ছিল জনপ্রিয় ধারায়
ছবি: নকশা

ক্যাজুয়াল শার্ট, চিনোস বা ডেনিমের সঙ্গে লোফারের সেমিফরমাল ও ক্যাজুয়াল লুকও জনপ্রিয় ছিল। আবার কিছু পোশাকে ছিল পুরোনোর ছোঁয়া। ট্রেন্ডে যা রেট্রো স্টাইল হিসেবে পরিচিতি পায়। যেমন একদম ওয়াশ ছাড়া ডেনিম বা কর্ড প্যান্ট। লিনেন কাপড়ের প্রিন্ট শার্ট, হাওয়াই ও হাভানা শার্ট। শুধু তা-ই নয়, নানা রকম পুরোনো ডিজাইনের জুতাও চলেছে বেশ। যেমন নব্বইয়ের স্নিকারগুলো ফিরে আসে চলতি বছর। যেগুলোতে দেখা যায় উজ্জ্বল রঙের কারুকাজ। আবার গরমে আরাম দিতে নানা ধরনের স্লিপারেও ছিল ট্রেন্ডে। এর মধ্যে বাস্কেটবল স্লিপার সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠে। এ ছাড়া স্ট্রাইপ, প্রিন্ট, নানা রঙের লোগোর ডিজাইনের রেট্রো স্লিপারও দেখা যায়।

অনুষঙ্গের ব্যবহারও চলতি বছরের ফ্যাশনকে বেশ প্রভাবিত করে। যেমন ব্যাগের ফ্যাশন। এটি যেমন প্রয়োজনীয়, তেমনি ফ্যাশন অনুষঙ্গ হিসেবে দারুণ। নানা ধরনের ব্যাগের মধ্যে ব্যাকপ্যাক, মেসেঞ্জার, কলেজ ব্যাগ ও ক্রসবডি ব্যাগ জনপ্রিয়তা পায় তরুণদের মধ্যে।

গয়নায় ছিল আধুনিক নকশা
ছবি: নকশা

পাশ্চাত্যে ছেলেদের গয়না পরার প্রচলন অনেক আগে থেকেই। আমাদের দেশেও অনেকে পরেন। তবে ছেলেদের গয়না নিয়ে এ বছর আমাদের এখানে কিছুটা আলোচনা হয়েছে, বিশেষ করে সিক্স ইয়ার্ড স্টোরির গয়নার নকশা তাদের পাতায় তুলে ধরার পর। সিক্স ইয়ার্ডস স্টোরির স্বত্বাধিকারী ও গয়নার নকশাকার জেরিন তাসনিম খান বলেছিলেন, ‘অনেক দিন ধরে আমাদের পেজে ছেলেরা গয়না পরার আগ্রহ প্রকাশ করতেন। সেই ভাবনা থেকেই লিঙ্গ নিরপেক্ষ গয়নার নকশার ওপর কাজ করেছি।’ গয়নার ছবি প্রকাশ করার পর বেশ সাড়াও পেয়েছেন তিনি ছেলেদের কাছ থেকে।