মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪
শাড়ি না গাউন—লালগালিচায় কী ধরনের পোশাক বেছে নিয়েছিলেন তরুণ অভিনেত্রীরা
রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছিল মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর। ২৩ মে বিকেল পাঁচটা থেকে তারকাদের পদচারণে জমজমাট হয়ে ওঠে লালগালিচা। আয়োজনে তরুণ অভিনেত্রীরা কী পরে এলেন, চলুন একঝলকে দেখে নেওয়া যাক।