এই সময়ে সাজে থাকুক বেলি ফুল

সব বয়সীদের সাজেই মানায় বেলি ফুল। মডেল : ওশিন ও তাজ্জি
ছবি : কবির হোসেন

রাস্তায় বিক্রেতার হাতে, বাড়ির ছাদের বাগানে, হাতে আর চুলে—সবখানেই এখন শোভা পাচ্ছে বেলি ফুল। অনেকক্ষণ যে সতেজ থাকে, তা কিন্তু নয়। তবে যেটুকু সময় থাকে, সৌরভ বিলিয়ে যায় ক্লান্তিহীন। বেলি ফুলকে অনেকভাবেই সাজের অনুষঙ্গ করে নিতে পারেন। উৎসবের সময় সাজে বেলি ফুলের ব্যবহার, খুব সহজেই নিয়ে আসবে ভিন্নতা। সব বয়সীদের সাজেই মানায় বেলি ফুল। এই ফুলের অনবদ্য সৌন্দর্য আর সুঘ্রাণ যে কারও সাজে নিয়ে আসতে পারে স্নিগ্ধতা। দেশীয় কিংবা পাশ্চাত্য—যেকোনো ঘরানা আর জামদানি, মসলিন, সিল্ক, তাঁত, সুতি—যেকোনো উপকরণের পোশাকের সঙ্গেই মানিয়ে যায়। মাথায় না পরতে চাইলে হাতে জড়িয়ে নিতে পারেন।

হাতখোঁপায় পেঁচিয়ে নিতে পারেন বেলি ফুলের মালা। মডেল : সাফা কবির
ছবি : কবির হোসেন

খোঁপায় বেলি

হাতে কিংবা হাতখোঁপায় পেঁচিয়ে নিতে পারেন বেলি ফুলের মালা। চুলের খোঁপায় জড়ানো বেলি ফুলে ছেয়ে রাখবে পুরো খোঁপা। সাধারণ এই সাজেই আপনি থাকবেন অনন্য।

ফ্রেঞ্চ বেণিতেও থাকুক বেলি ফুল। মডেল: রিবা
ছবি : সুমন ইউসুফ

বেণিতে বেলি

বেলি ফুল সাধারণত খোঁপায় গুঁজে, না হয় বেণিতে জড়িয়ে পরা হয়। তবে বেলি দিয়ে চুলের সাজেও ভিন্নতা আনা যায়। চুলের একটা পাশ টেনে ফ্রেঞ্চ বেণি বাঁধুন। এবার বেণির মাঝে একটু পরপর বসিয়ে দিন একটি করে বেলি ফুল। বৃষ্টিভেজা সোঁদা মাটি আর বেলি ফুল—দুই গন্ধ মিলে মাতোয়ারা করে তুলবে মন।

মাথার ওপর শুধু এভাবেও পরা যায় বেলি ফুল। মডেল : ওশিন
ছবি : কবির হোসেন

মুকুট বেলি

মাথার ওপর শুধু এভাবেও পরা যায় বেলি ফুলের মালা। বৃষ্টির দিনগুলোয় পরিচিত ফুলের মধ্যে চুলের সাজে বেলি ফুলই বেশি ব্যবহার করা হয়। বেলি ফুলের সঙ্গে খুব ভারী মেকআপ বা জমকালো সাজ মানানসই না। বরং যেকোনো অনুষ্ঠানে হালকা সাজের সঙ্গে বেলি ফুল আনে অনন্যতা।

বেলি ফুলগুলো চুলের দুই পাশে এভাবে লাগাতে পারেন
ছবি : কবির হোসেন

একটি করে ফুল

মাঝে সিঁথি করে নিন। মাথার সামনের অংশে দুই পাশে দুটি বেণি করে নিন, ঢিলে করে। এরপর বেলি ফুলগুলো একটি একটি করে আটকে দিন।