ফিরোজা রঙের পাথর বসানো আধখানা সূর্যের মতো বিচ্ছুরিত এক কানের এয়ার-কাফ শোভা পেয়েছে মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের কানে। এর নকশা ও তৈরি করেছেন সিক্স ইয়ার্ডস স্টোরির স্বত্বাধিকারী জেরিন তাসনিম খান।

আজমেরী হক বাঁধন
ছবি: অগ্নিলা আহমেদ

বাঁধনের ব্যক্তিত্বের দৃঢ়তা এবং আত্মবিশ্বাসের কথা মাথায় রেখেই বিশেষ এই গয়নার নকশা করেছেন জেরিন। বললেন, ‘খুব সাদামাটা সাজকে অনন্য করে তুলতে এ ধরনের আধুনিক গয়নার জুড়ি নেই।’