আলো–আঁধারিতে আজমেরী হক বাঁধনের ১২টি ছবি

আগামীকাল ২৮ অক্টোবর অভিনেত্রী আজমেরী হক বাঁধনের জন্মদিন, আর আজ ২৭ অক্টোবর দারুণ কিছু ছবি শেয়ার করলেন ফেসবুকে।

১ / ১২
আজ ২৭ অক্টোবর ফেসবুকে ১২টি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন
ছবি: ফেসবুক থেকে
২ / ১২
সঙ্গে লিখেছেন, ‘এই ছবিগুলো আমার ভেতরের সেই অংশটাকে ছুঁয়ে গেছে, যেটাকে আমি সাধারণত নিঃশব্দে রাখি। ছবিগুলো এত সুন্দরভাবে এসেছে, কৃতজ্ঞ।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ১২
কনসেপ্ট, শুট ও ডিরেকশনে ছিল জেরান শুট অফিশিয়াল
ছবি: ফেসবুক থেকে
৪ / ১২
বাঁধন পরেছেন ‘গ্লুড টুগেদার’–এর গয়না
ছবি: ফেসবুক থেকে
৫ / ১২
চুলে বেলি ফুলের গাজরা
ছবি: ফেসবুক থেকে
৬ / ১২
আগামীকাল ২৮ অক্টোবর বাঁধনের জন্মদিন, তাই ছবিগুলো স্টোরিতে শেয়ার করে লিখেছেন—শুভ জন্মদিন।
ছবি: ফেসবুক থেকে
৭ / ১২
ধোঁয়াটে, আলো–আঁধারিতে পরিবেশটা বেশ রহস্যময়
ছবি: ফেসবুক থেকে
৮ / ১২
বাঁধনের চুলের সাজ ও মেকআপ করেছেন এম কে হুসেন
ছবি: ফেসবুক থেকে
৯ / ১২
হালকা সাজ আর খোলা চুলে অন্য রকম বাঁধন
ছবি: ফেসবুক থেকে
১০ / ১২
জানালা গলে আসা ম্রিয়মাণ রোদে
ছবি: ফেসবুক থেকে
১১ / ১২
আলো–আঁধারিতে বাঁধনকে লাগছে মোহনীয়
ছবি: ফেসবুক থেকে
১২ / ১২
শাড়িটি চাঁপা সাদা ও ব্লাউজ বাসন্তী রঙের
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন