বারবি সাজে সাফা কবির

আগামী ২০ জুলাই মুক্তি পাবে বারবি। বারবির গোলাপি রং, সাজসজ্জা, চুলের স্টাইল এ বছর সাজপোশাকে ঘুরেফিরে আসবে। ঈদে এই ধারার সাজও দেখা যাবে।

বারবির মতো গোলাপি রঙের পোশাক, উঁচু করে চুল বাঁধার চল এখন বেশ জনপ্রিয়।`নকশা'র আয়োজনে সেজেছেন অভিনেত্রী সাফা কবির। সাজ: পারসোনা, পোশাক: মুক্তা, ছবি: কবির হোসেন, স্থান কৃতজ্ঞতা: ক্যানভাস স্টুডিও

আগামী ২০ জুলাই মুক্তি পাবে বারবি। গত বছর থেকেই চলচ্চিত্রটি নিয়ে নানা জল্পনাকল্পনা। ফলে বারবির গোলাপি রং, সাজসজ্জা, চুলের স্টাইল এ বছর সাজপোশাকে ঘুরেফিরে আসবে। ঈদের সময় এই ধারায় সাজা যাবে। নির্দিষ্ট একটি ধারার বাইরে গিয়ে দু–তিনটি স্টাইল মিলিয়েও সাজা হচ্ছে। চুলের ক্ষেত্রে ষাট এবং নব্বই দশকের প্রভাব লক্ষ করা যাচ্ছে।

পুরো সাজেই বারবির ধাঁচ। পাশ্চাত্য পোশাক ছাড়াও এক রঙের শিফন বা সিল্কের শাড়ির সঙ্গে ভালো লাগবে এ ধরনের চুলের স্টাইল।
ছবি: কবির হোসেন

চেহারায় সতেজ ভাব থাকবে, এমন মেকআপের পাশাপাশি জমকালো বেশও দেখা যাবে। এবারের ঈদধারায় উজ্জ্বল রঙের আইশ্যাডো, সতেজ এবং কিছুটা চকচকে মেকআপও থাকছে। ছুটিতে ঘরে, বাইরে কিংবা শুধু ছবি তোলার জন্য হলেও সাজ নিয়ে নিরীক্ষার এই তো উপযুক্ত সময়। হয়তো আপনার চিরচেনা সাজের বাইরে বের হয়ে আসতে হবে। কিছুক্ষণের জন্য হলেও সেটাই–বা মন্দ কী!