কালো কাফতানে মোহনীয় সাফা

নিজের ফেসবুক পেজে মিলিমালিজম লুকের কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী সাফা কবির। ছবিগুলোতে তাঁকে বাটারফ্লাই বাই সাগুফতার নকশা করা একটি কাফতানের পোশাক পরতে দেখা যায়।

১ / ৬
কালো রঙের হাফ অফ শোল্ডারের কাফতানে মিলিমালিজম লুকে সেজেছেন সাফা
ছবি: ফেসবুক থেকে
২ / ৬
কানে পরেছেন সব্যসাচীর নকশা করা কানের দুল
ছবি: ফেসবুক থেকে
৩ / ৬
পোশাকের সঙ্গে তামার যে বেল্ট পরেছেন, তা–ও সব্যসাচী থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে
৪ / ৬
চুল বেঁধেছেন স্লিক বান
ছবি: ফেসবুক থেকে
৫ / ৬
পোশাক থেকে মেকআপ—সবকিছুতেই আছে মিনিমালিজমের ছোঁয়া
ছবি: ফেসবুক থেকে
৬ / ৬
সাফা জানালেন, এই লুক তাঁর নিজের ক্রিয়েট করা, যা তাঁকে তাঁর মতো করে প্রকাশ করেছে
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন