৪ মাসে তৈরি হয়েছে রুনা খানের জামদানি

১ / ৮
মেরিল-প্রথম আলো পুরস্কার-২০২৩-এর লালগালিচায় রুনা খান যে শাড়িতে, বিশেষ করে জামদানিতে দেখা দেবেন, তা যেন অনুমিতই ছিল। তবে দেখে ধাক্কা লাগল। এভাবে আগে কে কবে জামদানি পরেছে?
ছবি: সজিব মিয়া
২ / ৮
১ হাজার ৫০০ ঘণ্টায় তৈরি হয়েছে রুনা খানের এই শাড়ি
ছবি: সাবিনা ইয়াসমিন
৩ / ৮
অভিনেত্রী রুনা খানের শুভ্র জামদানিটি বানিয়েছে দেশি ফ্যাশন ব্র্যান্ড ‘তাকোয়া’। জামদানিটি তৈরি করতে দুজন তাঁতির লেগেছে ৪ মাস!
ছবি: সজিব মিয়া
৪ / ৮
শাড়ি পরার স্টাইলই রুনা খানের এই লুকের ইউএসপি (ইউনিক সেলিং পয়েন্ট)। শাড়ির স্টাইলিং করেছে আনারকলি খান
ছবি: সজিব মিয়া
৫ / ৮
শাড়ির সঙ্গে কাস্টোমাইজড করে তৈরি হয়েছে বেল্ট, ব্লাউজ ও বঁটুয়া। বেল্ট ও ব্লাউজ তৈরি করেছে আরেক দেশি ব্র্যান্ড ‘ডাস্টকোট’। বঁটুয়া তৈরি করেছে ‘ট্যান’
ছবি: সজিব মিয়া
৬ / ৮
রুনা খানের মেকআপ আর চুল সাজিয়েছেন ফারহানা চৈতি। কানের ঝুমকা আর খোঁপার কাঁটা নিয়েছেন ‘মল্লিকা’ থেকে। গলায় কিছুই পরেননি
ছবি: সজিব মিয়া
৭ / ৮
মেকআপ বা অলংকার যেটুকু না করলেই নয়। মিনিমালিস্ট এই লুকে গ্ল্যামার যোগ করেছে শাড়ির বেল্ট আর কানের ঝুমকা
ছবি: সংগৃহীত
৮ / ৮
রুনা খান বলেন, ‘চেয়েছি আমাকে যেন সতেজ দেখায়। আমার স্বাভাবিক সৌন্দর্যটাই যেন আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, উদযাপন করতে পারি।’ সব মিলিয়ে রুনা খানের এই লুকের পেছনে আছে পাঁচ দেশি নারী উদ্যোক্তার ভূমিকা
ছবি: সংগৃহীত