দ্বিতীয়বারের মতো নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার গাউন

প্রিন্সেস ডায়ানা চিরবিদায় নিয়েছেন ২৫ বছর হলো। পৃথিবীর ফ্যাশন আইকনদের তালিকায় তাঁর নাম ওপরের দিকেই আছে। এখনো তিনি ছিলেন পত্রিকার প্রথম পৃষ্ঠার আকর্ষণ। প্রিন্সেস ডায়ানার তেমনই পরিচিত একটা পোশাক এবার উঠতে চলেছে নিলামে।

প্রিন্সেস ডায়ানা চিরবিদায় নিয়েছেন ২৫ বছর হলো। তবে এখনো পৃথিবীর ফ্যাশন আইকনদের তালিকায় তাঁর নাম ওপরের দিকেই আছে। ফ্যাশন স্টাইল বাছাই থেকে শুরু করে লুক—সবকিছুতেই সময়ের চেয়ে এগিয়ে ছিলেন ব্রিটিশ রাজবধূ ও সমাজকর্মী ডায়ানা। যে কারণে এত বছর পরও আলোচনার শীর্ষে থাকে তাঁর নাম।

প্রথমবারের মতো প্রিন্সেস ডায়ানা গাউনটি গায়ে চড়িয়েছিলেন ১৯৮৯ সালে
ছবি: টুইটার থেকে

ব্রিটিশ রাজপরিবারে মন জয় করতে না পারলেও মানুষের মনের রানি হয়ে উঠেছিলেন প্রিন্সেস ডায়ানা। বিখ্যাত ‘রিভেঞ্জ ড্রেস’ থেকে রেড কার্পেট—সব জায়গাতেই বিচরণ ছিল তাঁর। স্টাইল–সচেতন ডায়ানাকে ফ্যাশনজগতে জায়গা করে নিতে তাই তেমন কোনো বেগই পোহাতে হয়নি। যেকোনো স্টাইলেই তিনি ছিলেন পত্রিকার প্রথম পৃষ্ঠার আকর্ষণ।

প্রিন্সেস ডায়ানার তেমনই পরিচিত একটা পোশাক এবার উঠতে চলেছে নিলামে। ডায়ানার এই বিখ্যাত বেগুনি গাউন তৈরি করেছিলেন ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ভিক্টর এডেলস্টেইন। এক দশকের বেশি সময় ধরে প্রিন্সেস ডায়ানার ব্যক্তিগত পোশাক নকশাকার ছিলেন তিনি। সিল্ক ও মখমলের তৈরি বেগুনি স্ট্র্যাপলেস বল গাউনটি বেশ কয়েকবার গায়ে চড়িয়েছিলেন ডায়ানা।

১৯৯১ সালের রয়্যাল পোর্ট্রেট পেইন্টিংয়ে দেখা গেছে এই গাউন
ছবি: টুইটার থেকে

প্রথমবারের মতো গায়ে চড়িয়েছিলেন ১৯৮৯ সালে, নকশাকার ভিক্টর এডেলস্টেইনের অটাম কালেকশনের অংশ ছিল সেটি। এরপর ১৯৯১ সালের রয়্যাল পোর্ট্রেট পেইন্টিংয়ে দেখা গেছে এই গাউন। সর্বশেষ ১৯৯৭ সালে মৃত্যুর কয়েক মাস আগে ভ্যানিটি ফেয়ারের ফটোশুটে শেষবারের মতো তাঁকে দেখা গিয়েছিল এই গাউনে। এরপরই ক্যানসার হাসপাতালের সাহায্যার্থে নিলামে তোলা হয় পোশাকটি।

মৃত্যুর আগে ডায়ানা তাঁর ব্যক্তিগত সংগ্রহ থেকে ৮০টি পোশাক নিলামে তোলেন। সেটির অংশ ছিল এই বিখ্যাত বেগুনি গাউন। তখন প্রায় ২৪ হাজার ডলারে (বর্তমান বাজারমূল্যে প্রায় ২৪ লাখ টাকা) বিক্রি হয়েছিল গাউনটি। ২৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দ্বিতীয়বারের মতো নিলামে উঠবে বেগুনি গাউনটি। ‘দ্য ওয়ান’ কালেকশনের অংশ হিসেবে পোশাকটি নিলাম তুলছে মূল্যবান জিনিসপত্র বেচাকেনার প্রতিষ্ঠান সথবিস। ধারণা করা হচ্ছে, এবার এই গাউনের দাম আগের রেকর্ড ভেঙে ফেলবে। এবার এর দাম উঠতে পারে ৮৩ লাখ থেকে ১ কোটি ২৪ লাখ টাকা।