সাদিয়া আয়মানের জাঁকজমক

দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসেছে আজ। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বিকেল পাঁচটা থেকে তারকাদের পদচারণে জমজমাট লালগালিচা। এই আয়োজনে কোন তারকা কী পরে এলেন? এখানে দেখুন অভিনেত্রী সাদিয়া আয়মানের সাজপোশাক।

১ / ৫
মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান দারুণ উপভোগ করেন সাদিয়া আয়মান।
ছবি: অগ্নিলা আহমেদ
২ / ৫
তাই এই আসরের জন‍্য তেমন পোশাকই বেছে নেন, যা হয় বেশ জাঁকজমকপূর্ণ।
ছবি: অগ্নিলা আহমেদ
৩ / ৫
সাদিয়া আয়মান এবার পরে এসেছেন কালো রঙের শাড়ির সঙ্গে ফুলহাতা ব্লাউজ।
ছবি: অগ্নিলা আহমেদ
৪ / ৫
তাঁর গয়না বিশেষভাবে ডিজাইন করেছে ‘সিক্স ইয়ার্ড স্টোরিজ’।
ছবি: অগ্নিলা আহমেদ
৫ / ৫
ব্যক্তিত্বের সঙ্গে মানায়, এমন মেকআপই করেছেন, চুলের সাজেও ছিলেন অনন‍্য।
ছবি: অগ্নিলা আহমেদ। লেখা: জাহিদ হোসাইন খান
আরও পড়ুন