দুলেও থাকুক ফুল

বসন্তের গয়নায় ফুলের নকশার চল দেখা যাচ্ছে বেশ কয়েক বছর ধরেই। এ বছরও ব্যতিক্রম হবে না। মাথার চুলে গোঁজা আসল ফুলের সঙ্গে কানে থাকতে পারে নকশার দুল। খুব বড় নয়, ছোট ছোট দুলে ফুলগুলো আঁকা হয়েছে। তবে কিছু দুল বানানোই হয়েছে ফুলের মতো করে। দেশি কিংবা পাশ্চাত্য, যেকোনো পোশাকের সঙ্গেই এগুলো মানিয়ে যাবে। পাথরের পাশাপাশি ব্যবহার করা হয়েছে রুপা, তামা কিংবা মাটি। কখনো একরঙা তো কখনো নানা রঙে সাজানো হয়েছে দুলগুলো। অনলাইনভিত্তিক নানা পেজে তো আছেই, খুঁজে পাওয়া যাবে দোকানেও।

শিল্পী ভ্যান গঘের সানফ্লাওয়ার ছবিটি তুলে ধরা হয়েছে এই দুলে
ছবি : কবির হোসেন
এই দুল মানিয়ে যাবে যেকোনো পাশ্চাত্য পোশাকের সঙ্গেও
ছবি : কবির হোসেন
লাল-সাদার মধ্যে রুপালি ফুল
ছবি : কবির হোসেন
লম্বাটে আকারের দুল পছন্দ করেন যাঁরা, তাঁদের জন্য আদর্শ
ছবি : কবির হোসেন
ফুলের আকারেই বানানো দুল
ছবি : কবির হোসেন