চাঁদরাতে মেহেদির নকশা কেমন হবে, কেমন করে তুলবেন সেই নকশার ছবি

উৎসবে বাঙালি কন্যার হাত মেহেদিতে রাঙবে না, তা কি হয়! বিশেষ করে বিয়ে আর ঈদে বাংলাদেশের মেয়েদের হাতে মেহেদি পরাটা যেন অলিখিত নিয়ম হয়ে গেছে। শিশুরাও বাদ যায় না। আবার অনেক পুরুষেরাও ঘরের নারীদের সঙ্গে যোগ দেন মেহেদি উৎসবে। ঈদুল ফিতরকে সামনে রেখে দেখে নেওয়া যাক হাতে মেহেদির নকশার চলতি ধারা। এখান থেকে কোনো নকশা পছন্দ হলে আপনার হেনা আর্টিস্টকে দেখিয়ে সেভাবেই রাঙাতে পারেন আপনার হাত। আর পা–ই বা বাদ থাকবে কেন! আবার চাঁদরাতে দল বেঁধে মেহেদি দেওয়ার পর কীভাবে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করবেন, সেই আইডিয়াও পেতে পারেন নিচের ছবিগুলো থেকে।

১ / ১৬
মেহেদির টুকটুকে লালচে কমলা বা মরচে রঙের সৌন্দর্য এর নকশার ওপরই নির্ভর করে।হাত ভরে নকশা আঁকলে নকশাটার সৌন্দর্য ফুটিয়ে তোলা মুশকিল। ফাঁকা জায়গা থাকলে তখনই নকশাটা স্পষ্ট হয়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৬
পুরো হাতে জমকালো নকশার আবেদন সব সময়েই থাকবে। বিশেষ করে ঈদের সময়ে যাঁরা বিয়ে করছেন বা পরিবারে বিয়ের অনুষ্ঠান হবে, তাঁদের জন্য এমন নকশা এক ঢিলে দুই পাখি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৬
ফ্লোরাল স্টাইলের নকশা কয়েক বছর থেকেই রয়েছে মেহেদিপ্রেমীদের পছন্দের তালিকার শীর্ষে। তবে এবার এই ফুলেল নকশায় এসেছে কিছুটা পরিবর্তন। ফুলেল কাজে নেগেটিভ স্পেস বা ভরাট ফ্লোরাল নকশা এবার বেশ চলবে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৬
কয়েক বছর ধরেই ঘরবাড়ির অন্দর, পোশাক বা মেকআপ—সবখানেই চলছে মিনিমালিজমের চল। হাতের মেহেদির নকশার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এখন হাত ভরে মেহেদি দেওয়া নয়, বরং অল্প কিছু নকশা আর বেশির ভাগ জায়গা খালি রাখার চল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৬
মিনিমালিজমের চলের ভেতরেই বিশেষ করে কিশোরীদের সব সময়ের পছন্দ হালকা ঘরানার নকশা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৬
বৃত্তকেন্দ্রিক নকশা সব সময়ই প্রাসঙ্গিক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৬
গোল মানডালা নকশা পুরোনো হলেও এখনো এর কদর রয়েছে। ক্ল্যাসিক ও ট্র্যাডিশনাল নকশা পছন্দ হলে মানডালা নকশা করা যেতেই পারে। লম্বা হাতের জন্য গোল নকশাই মানানসই
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৬
চেক বা গ্রিডস নকশায় হাতজুড়ে মেহেদি দেওয়া যায়। কাস্টমাইজ করে এবার ঈদে অনেকেই এই স্টাইলে হাতে, পায়ে মেহেদি দেবেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৬
ঈদের চাঁদের মতো করেও এভাবে আঁকতে পারেন মেহেদির নকশা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৬
এভাবে কয়েকটি লতাপাতা দিয়ে নকশা আঁকলেও কিন্তু সুন্দর দেখাবে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৬
মেহেদির নকশার নানা রকমফের থাকলেও এখনো অ্যারাবিক আর মিসরীয় স্টিকই সবচেয়ে বেশি জনপ্রিয়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৬
তবে মিনিমালিস্টিক চলের ভেতরেও কেউ কেউ চলতি ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে হাত, পা ভরে মেহেদি পরতে ভালোবাসেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৬
ঈদের উৎসবেও পায়ে মেহেদি পরার চল আছে। তবে পায়ে মিনিমাল মেহেদি দিলেই ভালো দেখাবে। পায়ে মেহেদি দেওয়ার আগে পেডিকিওর করে নেওয়া ভালো
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৬
হাতের মেহেদির নকশাকে কেন্দ্রে রেখে জীবনসঙ্গীকে নিয়ে এভাবে ছবি তুললে নতুনত্ব আসবে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৬
অনেকেই এভাবে মেহেদির নকশা দিয়ে মুখ ঢেকে ছবি তোলেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৬ / ১৬
এভাবে নিজেকে পটভূমিকায় রেখে মেহেদির নকশার ওপর ফোকাস করেও ছবি তুলতে পারেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে