তারকাদের থেকে শিখুন ছবি তোলার কৌশল
একসময় ছবি তোলার জন্য রীতিমতো কারিগরি প্রশিক্ষণ নিতে হতো। ক্যামেরা কিনতে গুনতে হতো কাঁড়ি কাঁড়ি টাকা। আর এখন সবার হাতে হাতে মুঠোফোনে রয়েছে একাধিক ক্যামেরা। অনেক ফোনের সামনের দিকে স্রেফ সেলফি তোলার জন্যেই থাকে একাধিক ক্যামেরা। সেগুলো দিয়ে ছবি তোলা এতই সহজ, যে কেউ ছবি তুলতে পারে। কিন্তু তুললেই তো আর ভালো ছবি হয় না! তার কায়দাকানুন জানা থাকা চাই। চলুন, তারকাদের ছবি দেখে শেখা যাক।