প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর সময় ভয় ও সংশয় দুটোই কাজ করেছিল তুষির
ছবি : কবির হোসেন

২০১৪ সালে ‘প্রথম আলো’র ‘বর্ণিল বিয়ে’ ম্যাগাজিনের জন্য প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ান নাজিফা তুষি। যেহেতু প্রথম কাজ, তাই মনে কিছুটা ভয় ও সংশয় ছিল। ছবি তুলেছিলেন প্রথম আলোর আলোকচিত্রী কবির হোসেন।

এরপর থেকে চলে নিজেকে তৈরি করার কঠোর অনুশীলন
ছবি : নকশা

এরপর থেকে চলে কঠোর অনুশীলন। নিজেকে তৈরি করতে থিয়েটারে কর্মশালা করেন। নিয়মিত গান শোনেন, বই পড়েন। এতে করে তুষি অভিনয়ে হয়ে ওঠেন আরও পরিণত।

নিজেকে ফিট রাখতে নিয়মিত করেন ওয়ার্কআউট
ছবি : নকশা

ভেতর থেকে যেমন নিজেকে গড়ে তুলেছিলেন তেমনি বাহ্যিক সৌন্দর্য নিয়েও ছিলেন সমান সচেতন। নিয়মিত যোগব্যায়াম করতেন। নিজেকে ফিট রাখতে অ্যারোবিকস, পিলাটিস বা জুম্বা কোনো ওয়ার্কআউটই বাদ দেননি তিনি।

ত্বক ও চুলের যত্নে বরাবরই আয়ুর্বেদের ওপর ভরসা পান
ছবি : নকশা

নিজের ত্বক ও চুলের যত্ন বরাবরই আয়ুর্বেদের ওপর ভরসা করেছেন। চুলের জন্য ঘরে বানানো তেল ব্যবহার করেন। আর ত্বকের জন্য ঘরোয়া প্যাকের ব্যবহার করতে ভালোবাসেন তুষি। জানালেন, নিয়মিত চিরতার পানি পান করে থাকেন। যদিও আয়ুর্বেদের ফল একটু দেরিতে পাওয়া যায়, তবে এর সুফল দীর্ঘমেয়াদি, বলছিলেন তুষি।

নাজিফা তুষি মনে করেন লক্ষ্য ধরে এগিয়ে গেলে সাফল্য মিলবেই
ছবি : নকশা

নাজিফা তুষি মনে করেন, প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য থাকা উচিত। লক্ষ্য নির্ধারণ হওয়ার পর সেভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। এরপর এগিয়ে যেতে হবে সেই লক্ষ্যের দিকে। তাহলেই দেখা মিলবে সাফল্যের।