তাঁদের বলা যেতে পারে ফেসবুকের খুদে তারকা। পরিচিতিও তারকাদের চেয়ে কোনো অংশে কম নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দিন দিন মা–বাবার মতোই পরিচিত মুখ হয়ে উঠছেন বেশ কিছু তারকা সন্তান। ফেসবুকে পোস্ট করা সেসব ছবিতে তারকাদের মতো সাজেই থাকে এসব শিশু। ছবিতে দেখুন শাকিব খান, অপু বিশ্বাস, মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, পরীমনি, বুবলী প্রমুখ তারকার সন্তানদের স্টাইল