জামদানি স্কার্টের সঙ্গে মেয়ের আঁকা ছবিতে নওশাবা

ভাবনা এলেন মায়ের বেনারসি পরেদেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসেছিল গতকাল । রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বিকেল পাঁচটা থেকে তারকাদের পদচারণে জমজমাট হয়ে উঠেছিল লালগালিচা। এই আয়োজনে কোন তারকা কী পরে এলেন? এখানে দেখুন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ–এর সাজপোশাক।

১ / ৬
অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ লালগালিচায় হেঁটেছেন নিজের সংগ্রহে থাকা বেশ পুরো ঝকঝকে সাদা জামদানি শাড়ি দিয়ে তৈরি ভিন্নধর্মী স্কার্ট পরে। সঙ্গে ছিল সাদা টপ আর ফুলহাতা খোলা ব্লাউজ
ছবি: কবির হোসেন
২ / ৬
তাঁর পোশাকের বিশেষ আকর্ষণ ছিল মেয়ে প্রকৃতির হাতে আঁকা গাছের ছবি। অমিত সিনহা সেই আঁকা ছবিটি মোডিফাই করে নকশা করেছেন
ছবি: কবির হোসেন
৩ / ৬
মূলত বৃক্ষনিধন বন্ধ এবং টেকসই ফ্যাশনধারাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা থেকেই পোশাকটি বেছে নিয়েছেন তিনি। ধাতব সোনালি রঙের কাগজ দিয়ে বানানো শিকড়সহ পুরো গাছের অবয়বের বাস্তব রূপ দিয়েছেন শিল্পী চয়নকুমার দাশ। মাত্র দুই দিনের ভাবনা থেকেই ড্রেসটি বানিয়েছেন স্থানীয় এক দরজির কাছ থেকে
ছবি: কবির হোসেন
৪ / ৬
হাতে নিয়েছেন পাটের তৈরি ব্যাগ যার দুপাশে পরিবেশদূষণ থেকে উত্তরণ এবং যুদ্ধ বন্ধ করে বিশ্বশান্তি প্রতিষ্ঠার দুটি স্লোগান জুড়ে দেওয়া
ছবি: কবির হোসেন
৫ / ৬
পরেছেন হালকা গয়না আর বেশ নজরকাড়া নাকফুল
ছবি: কবির হোসেন
আরও পড়ুন
৬ / ৬
নওশাবা বেশ ছিমছামভাবেই নিজেই সেজেছেন, তবে চুলের সাজ নিয়েছেন বিয়ন্ড বিউটি স্যালন থেকে
ছবি: কবির হোসেন
আরও পড়ুন