সাজ
বসন্ত উদ্যাপনে শিশুর চুল বাঁধবেন যেভাবে
শিশুদের সাজ যতটা সহজ ও স্বাচ্ছন্দ্য হবে, তত সে আনন্দ পাবে বাইরে ঘোরার সময়। শুধু ছবি তোলার জন্যও অনেকে শিশুদের সাজান, সেটাই বা মন্দ কি
আজ বসন্তের দিনে সবারই পোশাকে, চুলে থাকবে রঙের ছোঁয়া। শিশুরাই বা বাদ যাবে কেন? চুলে আঁটসাঁট করে খোঁপা বেঁধে, শাড়ি পরে আপনার সঙ্গে ওরাও বেরিয়ে পরুক। শুধু ছবি তোলার জন্যও অনেকে শিশুদের সাজান, সেটাই বা মন্দ কি। কিছুক্ষণের জন্য হলেও সে বসন্তের প্রথম দিনটির আমেজ বুঝল।