শিশুদের সাজ হোক আরামদায়ক
নকশার এই আয়োজনে মডেল হয়েছে রোদসী, ছবি: সাবিনা ইয়াসমিন

আজ বসন্তের দিনে সবারই পোশাকে, চুলে থাকবে রঙের ছোঁয়া। শিশুরাই বা বাদ যাবে কেন? চুলে আঁটসাঁট করে খোঁপা বেঁধে, শাড়ি পরে আপনার সঙ্গে ওরাও বেরিয়ে পরুক। শুধু ছবি তোলার জন্যও অনেকে শিশুদের সাজান, সেটাই বা মন্দ কি। কিছুক্ষণের জন্য হলেও সে বসন্তের প্রথম দিনটির আমেজ বুঝল।

প্রথমে চুল সুন্দর করে আঁচড়ে নিন
ছবি: সাবিনা ইয়াসমিন
এরপর ঝুঁটি বেঁধে নিন
ছবি: সাবিনা ইয়াসমিন
আলগা বানের ভেতর দিয়ে ঝুঁটিটি বের করে আনুন
ছবি: সাবিনা ইয়াসমিন
বানের চারপাশ থেকে চুল আটকে নিন ক্লিপের সহায়তায়
ছবি: সাবিনা ইয়াসমিন
এবার গাঁদা ফুলটি খোঁপার চারপাশ থেকে এনে আটকে দিন।
ছবি: সাবিনা ইয়াসমিন
হয়ে গেল বসন্তের সাজ।
ছবি: সাবিনা ইয়াসমিন
চাইলে গলাতেও পরা যায় গাঁদা ফুলের মালা
ছবি: সাবিনা ইয়াসমিন