সিঁদুর ও সাদা বেনারসিতে লালগালিচায় অপরূপ ঐশ্বরিয়া

অবশেষে দেখা মিলল ‘কানের রানি’ ঐশ্বরিয়া রাই বচ্চনের। ২০০২ সাল থেকে প্রতিবছর কানের লালগালিচায় পা রাখেন এই বলিউড তারকা। তবে এভাবেও যে শাড়ি-সিঁদুরে তিনি সবার মনোযোগ কেড়ে নেবেন, তা হয়তো কেউ ভাবেনি!

১ / ১৪
এ বছর ঐশ্বরিয়া রাই দেখা দিয়েছেন মনীষ মালহোত্রার নকশা করা সোনালি পাড়ের আইভরি রঙের বেনারসি শাড়িতে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৪
শাড়ির সঙ্গে ম্যাচিং করা টিস্যু কাপড়ের জমকালো ওড়নাটি শাড়ির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহু গুণে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৪
‘দ্য হিস্ট্রি অব সাউন্ড’ সিনেমার প্রিমিয়ারে দেখা দেন ঐশ্বরিয়া।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৪
২০০২ সাল থেকে কানের লালগালিচায় দেখা দিলেও এই প্রথম সিঁথিতে সিঁদুরসহ দেখা দিলেন ঐশ্বরিয়া। চুলগুলো দুই পাশে ছেড়ে রেখেছেন, যা শাড়ির সঙ্গে বেশ মানানসই।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৪
সিঁদুরের ভেতর দিয়ে যেন চলমান বিচ্ছেদের গুঞ্জনে ‘ফুলস্টপ’ দিলেন সাবেক এই বিশ্বসুন্দরী।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৪
শাড়ি আর ওড়নার সঙ্গে হীরা, সোনা ও রুবি (চুনি) পাথরের নেকলেস লেয়ারিং করে পরেছেন ঐশ্বরিয়া। সেসবও নিয়েছেন মনীশ মালহোত্রা জুয়েলারি থেকে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৪
ঐতিহ্যবাহী ভারতীয় লুকে ঐশ্বরিয়ার ভক্তরা রীতিমতো মুগ্ধ। সব সমালোচনা পেছনে ফেলে অনলাইনের দুনিয়ায় চলছে ঐশ্বরিয়া-বন্দনা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৪
প্রতি বছরের মতো এবারও ল’রিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কানের লালগালিচায় দেখা দিলেন ঐশ্বরিয়া।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৪
ঐশ্বরিয়া রানির মতোই ফ্রেঞ্চ রিভেরার পাড়ে কানের লালগালিচায় হাত নেড়েছেন। পাপারাজ্জিদের জানিয়েছেন নমস্কার।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৪
দর্শনার্থীদের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন উড়ন্ত চুমু।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৪
২২তম বারের মতো কানের লালগালিচায় দেখা মিলল এই সাবেক বিশ্বসুন্দরীর।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৪
অনেকেই ঐশ্বরিয়ার এই লুক থেকে চোখ সরাতে পারছেন না।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৪
ভক্ত ও সমালোচকেদের অনেকের মতে এটিই কানের লালগালিচায় ঐশ্বরিয়ার সর্বকালের সেরা লুক।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৪
শাড়ির নকশাকার মনীশ মালহোত্রার পাশাপাশি ঐশ্বরিয়াকে এত সুন্দর করে শাড়ি, ওড়না পরানোর জন্য তাঁর স্টাইলিস্ট আস্থা শর্মাকেও ধন্যবাদ জানাতে ভোলেননি ফ্যাশন সমালোচক ও ফ্যাশন বোদ্ধারা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে। সূত্র: হিন্দুস্তান টাইমস