এমা স্টোনের এই পপকর্ন-ড্রেস যেমন স্টাইলিশ, তেমনই ‘হাস্যকর’
১ / ১০
আপনি শেষবার কবে কাউকে লালগালিচায় পপকর্ন খেতে দেখেছেন? আদৌ দেখেছেন কি না, মনে করতে পারছেন না? তবে দেখে নিন।ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
দুটি অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ও প্রযোজক, ৩৬ বছর বয়সী এমা স্টোন জনপ্রিয় মার্কিন লেটনাইট কমেডি টক শো ‘স্যাটারডে নাইট লাইভ’–এর সুবর্ণজয়ন্তীর (৫০তম বার্ষিকী) অনুষ্ঠানে হাজির হলেন ফ্যাশনেবল অথচ ‘ফানি’ এক পোশাকে। অনুষ্ঠানটি ছিল গতকাল ১৬ ফেব্রুয়ারিতে।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
এমার জীবনসঙ্গী, ৩৯ বছর বয়সী ডেভ ম্যাক্যারি পেশায় কমেডিয়ান, স্যাটারডে নাইট লাইভের লেখক, পরিচালক ও প্রযোজক। এমা উপস্থিত হয়েছিলেন জীবসঙ্গীর হাত ধরে। এ সময় নিজেকে স্টাইলিশ অথচ হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করার কোনো সুযোগ ছাড়েননি এমা।ছবি: ইনস্টাগ্রাম থেকে
লুই ভুতোঁর কাস্টমাইজড লাল গাউনটি এ মুহূর্তে ফ্যাশন–দুনিয়ায় বেশ আলোচনার খোরাক জুগিয়েছে।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
হল্টার নেকের স্লিট লাল গাউনটির ইউএসপি (ইউনিক সেলিং পয়েন্ট) হলো কোমরের দুই পাশে বিশাল বিশাল দুটি পকেট, আর সেই পকেটভর্তি বাটার-পপকর্ন। স্টাইলিশ পোশাকটিকে ‘ফানি’ হিসেবে উপস্থাপন করতে চেষ্টার কোনো কমতি রাখেননি এমা। হাতেও নিয়ে এসেছিলেন এক বাক্স পপকর্ন।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
অনুষ্ঠানে আসা অনেকেই এমা স্টোনের কাছ থেকে পপকর্ন নিয়ে খেয়েছেন।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
২১ বার অস্কার মনোনয়ন পাওয়া ৭৫ বছর বয়সী মেরিল স্ট্রিপও পোজ দিয়েছেন এমার সঙ্গে।ছবি: ইনস্টাগ্রাম থেকে
পোশাকটির সঙ্গে গয়না বলতে ছিল কানের হুপ রিং আর হাতের আংটি। মেকআপ যেটুকু না হলেই নয়। ছোট ছোট সোনালি চুল কেবল পরিপাটিভাবে আঁচড়ে এসেছিলেন।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
পোশাকের সঙ্গে মিলিয়ে ঠোঁটে ছিল লাল লিপস্টিক।ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
অনুষ্ঠানে আসা অতিথিদের অনেকে কেবল পপকর্নই খেয়ে যাননি, এমার সঙ্গে ছবি তুলে ফ্যাশনমুহূর্ত উপভোগ করেছেন।ছবি: ইনস্টাগ্রাম থেকে