এভাবেও শাড়ি পরা যায়

ভারতীয় সাংবাদিক আবিরা ধর। তবে শাড়ির স্টাইলিস্ট হিসেবেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। শাড়ি যে কত রকমভাবে স্টাইলিং করে পরা যায়, তার চাক্ষুষ প্রমাণ মেলে তাঁর ইনস্টাগ্রাম ভ্রমণ করে! দেখে নিন তেমনই কয়েকটা ছবি। এভাবে শাড়ি পরতে চাইলে আবিরার ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন টিউটোরিয়াল।

১ / ১২
শাড়ি নিয়ে ফিউশন এখন ট্রেন্ডে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১২
শাড়ির সঙ্গে বেল্ট আর কেডস এখন অনেকেই পরেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১২
ভাবছেন, এটা শাড়ি না গাউন?
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১২
শাড়ির আটপৌরে বোহো স্টাইলকে আটকে দিয়েছেন বেল্টে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২
শাড়িকে স্কার্ট বানিয়ে এভাবে টপ দিয়েও পরতে পারেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১২
পাঁচ ফ্যাশনিস্তা শাড়ি পরেছেন পাঁচভাবে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১২
এভাবে শাড়ি পরতে নাকি ১ মিনিটের বেশি লাগে না!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১২
কুঁচি না দিয়ে এভাবে পেঁচিয়েও শাড়ি পরা যায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১২
শাড়িতে বোহো আর পাওয়ার ড্রেসিংয়ের ফিউশান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১২
সাদা জমিনে সোনালি এই স্ট্রাইপের শাড়ির স্টাইলিং নিয়ে রীতিমতো আলোচনা চলেছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১২
আঁচলটাকে এভাবে স্কার্ফের মতো করেও ব্যবহার করতে পারেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১২
কেমন লাগছে বলুন তো!
ছবি: ইনস্টাগ্রাম থেকে