উন্মুক্ত হলো প্রিন্স উইলিয়াম ও কেটের প্রথম অফিশিয়াল পোর্ট্রেট

ডিউক অ্যান্ড ডাচেস অব কেমব্রিজ। প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। বিয়ের ১১ বছর পর উন্মুক্ত হলো তিন সন্তানের এই বাবা মায়ের প্রথম অফিশিয়াল পোর্ট্রেট। উইলিয়াম ও কেটের এই ছবি এঁকেছেন ব্রিটিশ চিত্রকর জিমি কোরেথ। এই প্রথম ডিউক অ্যান্ড ডাচেস অব কেমব্রিজের অফিশিয়াল ছবি আঁকা হলো। ছবিটি রাখা হয়েছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফিটজউইলিয়াম মিউজিয়ামে।

এই সেই অফিসিয়াল পোর্ট্রেট

ছবিতে কেট মিডলটনের পরনে গাঢ় সবুজ গাউন। অন্যদিকে ফরমাল গাঢ় নীল স্যুট–প্যান্ট আর বো টাইয়ে দেখা যাচ্ছে উইলিয়ামকে। কেটের এই গাউন নেওয়া হয়েছে ফ্যাশন ব্র্যান্ড ‘দ্য ভ্যাম্পায়ারস ওয়াইফ’ থেকে।  ব্রিটিশ ডিজাইনার সুজি কেভ এই পোশাকটির ডিজাইন করেন।

নিজের আঁকা ছবির সামনে জিমি কোরেথ
ছবি: ইনস্টাগ্রাম থেকে

এই পোশাক পরেই ২০২০ সালে আয়ারল্যান্ডের ডাবলিনে গিনেস ফ্যাক্টরি ঘুরতে গিয়েছিলেন কেট। সেই সময় ‘ভোগ’ জানিয়েছিল, কেটের স্টাইলের ‘প্রধান এক মোড়বদল’ এই পোশাক।

মিউজিয়ামে নিজেদের পোর্ট্রেট দেখছেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন
ছবি: ইনস্টাগ্রাম থেকে

২৬ বছর বয়সী তরুণ চিত্রশিল্পী জিমি ক্যারিয়ারের শুরুতেই রাজকীয় এই ছবি আঁকতে পেরে উচ্ছ্বসিত। ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা নিঃসন্দেহে আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। তাই আমি সেটি কড়ায়–গন্ডায় কাজে লাগাতে চেয়েছি। ছবিতে তাঁদের দুজনকেই বেশ ফুরফুরে মেজাজে দেখাতে চেয়েছি। চেয়েছি তাঁদের ব্যক্তিগত আর প্রকাশ্য—এই দুই জীবনের যে সীমারেখা, সেখানে এ দুজনকে দাঁড় করাতে। যাতে করে এই জুটির দুই জীবনই ভারসাম্য রেখে ছবিতে ধরা দেয়। আর রাজপরিবারের ছবিতে আভিজাত্য, সৌজন্যবোধ তো থাকবেই।’ সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জিমি আরও বলেন, ‘আমি যতটা আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে এঁকেছি, আশা করি দর্শকের কাছে ছবিটি সেই একই অনুভূতির সঞ্চার করবে।’

দর্শনার্থীরা দেখছেন প্রিন্স উইলিয়াম ও কেটের প্রথম অফিশিয়াল পোর্ট্রেট
ছবি: ইনস্টাগ্রাম থেকে

প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন বৃহস্পতিবার ২১০ সেন্টিমিটার বাই ১১০ সেন্টিমিটারের এই ছবি দেখতে যান ফিটজউইলিয়াম মিউজিয়ামে। এই ছবির ফান্ডিং করেছে ‘রয়্যাল পোর্ট্রেট ফান্ড’। তিন বছর ছবিটি এই জাদুঘরে থাকবে। এরপর এটি চলে যাবে লন্ডনের ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে। তবে ছবি দেখে এই রাজকুমার ও রাজবধূ কী অনুভূতি ব্যক্ত করেছেন, তা অবশ্য জানা যায়নি।

নিজেদের পোর্ট্রেট দেখতে জাদুঘরে গিয়েছিলেন এই দম্পতি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
আরও পড়ুন