সুন্দরবনে বাঘটা আমাকে দেখে শব্দ করে উঠল
সুন্দরবন লাগোয়া কয়রা গ্রামের ষাটোর্ধ্ব এক বনজীবী মাছ ধরাই যাঁর জীবন। বাঘের ভয়ংকর অভিজ্ঞতা, নদীতে কুমিরের আনাগোনা উপেক্ষা করে আজও তিনি এই পেশায় টিকে আছেন। তিন মাস বন বন্ধ থাকায় ঋণে জর্জরিত তিনি। সুন্দরবনে মাছ ধরতে গিয়েের অনিশ্চয়তার কথা বলেন। একবার তাঁর চাচাকে বাঘে ধরেছিল, সে স্মৃতি আজও তাঁকে তাড়া করে। দিনের হিসাব না রেখে জোয়ার-ভাটা দেখেই তাঁরা চলেন।