সাদা-কালোয় রঙিন ম্রুণাল

ম্রুণাল ঠাকুর
ছবি: ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়ার ফেসবুক পেজ থেকে

ল্যাকমে ফ্যাশন উইকের যবনিকা টানলেন প্রভাবশালী ডিজাইনার রাজেশ প্রতাপ সিং। ল্যাকমের শেষ রাতকে আরও মায়াবী করে তুলেছিলেন বলিউড তারকা ম্রুণাল ঠাকুর।
১২ অক্টোবর থেকে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল ল্যাকমে ফ্যাশন উইকের আসর। অনামিকা খান্নার ঝলমলে প্রদর্শনী দিয়ে ১১ অক্টোবর এ উৎসবের সূচনা হয়েছিল। রোববার ছিল পাঁচ দিনের এ বিশাল আয়োজনের শেষ দিন।

নিকিতা মাইসালকর, নিকিতা ট্যান্ডন আর সংযুক্তা দত্তর প্রদর্শনী দিয়ে শুরু হয়েছিল শেষ দিন। এই তিন ডিজাইনারের শোস্টপার ছিলেন ইনফ্লুয়েন্সার নিতিভা কাউল, আনুশকা রঞ্জন, আলাইয়া ফার্নিচারওয়ালা ও বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী।

ইয়ামি গৌতম
ছবি: ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়ার ফেসবুক পেজ থেকে

দুপুরে ব্যতিক্রমী এক আয়োজন নিয়ে এসেছিলেন জাতীয় পুরস্কারজয়ী ডিজাইনার নচিকেত বার্ভে। তাঁর ‘এপহারমেরা’ কালেকশনের পোশাক পরে র‍্যাম্পে উষ্ণতা ছড়িয়েছিলেন বলিউড নায়িকা হুমা কুরেশি। এই অভিনেত্রী পরেছিলেন ম্যাজেন্টা রঙের ভারী এমব্রয়ডারি কাজের লেহেঙ্গা আর ফুলহাতা চোলি। আর তার সঙ্গে মানানসই শির, অরগেঞ্জা, রাফেলড ওড়না।
এদিন দুপুরে আর এক বলিউড তারকা ইয়ামি গৌতম ডিজাইনার শ্যামল-ভূমিকার ডিজাইন করা লেহেঙ্গা-চোলি পরে ল্যাকমের র‍্যাম্প আলোকিত করেন। তাঁদের ‘ব্লুমস অব প্যারাডাইস’ এক স্বপ্নের দুনিয়া সৃষ্টি করেছিল। শ্যামল আর ভূমিকার স্বপ্নের দুনিয়া ককটেল রং, সূক্ষ্ম এমব্রয়ডারি, রেশম আড়ি, সিল্ক-জারদৌসি, মেটাল থ্রেড, পেটাসহ আরও নানান কারুকাজে সমৃদ্ধ ছিল। লেহেঙ্গা, সিমারিং আর করসেট চোলি পরে কনের বেশে র‍্যাম্পে হেঁটেছিলেন ইয়ামি। তাঁর লেহেঙ্গাতে ফুলের মোটিফ ধরা পড়েছে।

বাবিল ইরফান খান
ছবি: ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়ার ফেসবুক পেজ থেকে

পুরুষদের স্ট্রিট পোশাকের বৈচিত্র্য মেলে ধরেছিলেন ডিজাইনার পবন সচদেবা। তাঁর এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিলেন বলিউডের নবাগত অভিনেতা বাবিল ইরফান খান। বাবিলের পরনে ছিল ধূসর আর কালো রঙের মিশ্রণে কো-অর্ডিনেটেড জ্যাকেট এবং ট্রাউজার সেট আর জিপার দেওয়া কালো রঙের টি।

শমিতা শেঠি
ছবি: ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়ার ফেসবুক পেজ থেকে

ডিজাইনার রীনা ঢাকার ‘আরবান ট্রাইব’ কালেকশনের পোশাক পরে নজর কেড়েছিলেন বলিউড অভিনেত্রী শমিতা শেঠি। এই কালেকশনের মাধ্যমে ৭০ থেকে ৯০-এর দশকের ফ্যাশন ধারাকে ল্যাকমের আসরে ফিরিয়ে এনেছিলেন এই ডিজাইনার।
আর সমাপনী রাতে সাদা, কালো, ধূসর রঙের আচড়ে এক মায়াবী আবহের সৃষ্টি করেছিলেন ডিজাইনার রাজেশ প্রতাপ সিং। এই রাতে ল্যাকমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ম্রুণালের পরনে ছিল কলারওয়ালা সাদা ফুলহাতা শার্ট আর শাড়ি-প্যান্ট। সমাপনী রাতে সাদা-কালো বেশে রঙিন ছিলেন ম্রুণাল।