নিউজিল্যান্ডের এই ভাইরাল এমপি সম্বন্ধে কতটা জানেন?

নিউজিল্যান্ডের ১৭০ বছরের ইতিহাসে কনিষ্ঠতম এমপি হানা–রাফিতি মাইপি ক্লার্ক। তিনি মাওরি সম্প্রদায়ের নারী। আদিবাসী বিশেষত মাওরি সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে আসছেন তিনি। দুই দশক ধরে এমপি থাকা নানাইয়া মাহুতাকে গত অক্টোবরে অনুষ্ঠিত ভোটে হারিয়ে দেন ২১ বছরের এই তরুণী। সম্প্রতি নতুন পার্লামেন্টে দেওয়া তাঁর প্রথম ভাষণটি বিশ্বব্যাপী ভাইরাল হয়েছে। লিখেছেন তাইয়্যেবা তাবাসসুম

১ / ৮
নিজ আদিবাসী ভাষায় পার্লামেন্টে ভাষণ শুরু করেন এই সংসদ সদস্য। আদিবাসীদের সম্মানে মাইপি ক্লার্ক বজ্রকণ্ঠে ‘মাওরি হাকা’ (একধরনের রণহুংকার) দেন। অতীতে যুদ্ধে যাওয়ার আগে হাত ও মুখের বিশেষ ভঙ্গি করে সম্মিলিতস্বরে দৃঢ় কণ্ঠে মন্ত্রপাঠ করতেন যোদ্ধারা। এটাকেই বলা হতো ‘হাকা’। তেজস্বী সেই ভঙ্গি সবার উৎসাহ ও উদ্দীপনা বাড়িয়ে দিত। কিন্তু এখন গুরুত্বপূর্ণ অতিথিদের স্বাগত জানাতে হাকা পরিবেশিত হয়
ছবি: ভিডিও থেকে নেওয়া
২ / ৮
বিশ্লেষকদের ধারণা, পূর্বপুরুষ ওইরিমু কাটানের কাছ থেকে এই সাহসিকতা আর দৃঢ়তা পেয়েছেন মাইপি ক্লার্ক। ১৮৭২ সালে প্রথম মাওরি মন্ত্রী হয়েছিলেন ওইরিমু।
ছবি: হানা রাফিতির ইনস্টাগ্রাম থেকে/ অ্যান্ড্রু স্ট্রগনেল
৩ / ৮
ব্যক্তিগত জীবনে চাষাবাদ করতে ভালোবাসেন মাইপি ক্লার্ক। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেও পছন্দ করেন এই তরুণী
ছবি: হানা রাফিতির ইনস্টাগ্রাম থেকে
৪ / ৮
২০১৮ সালে মাইরি ক্লার্কের দাদা তাইতিমু মাইপি মাওরিদের প্রতি অন্যায়ের প্রতিবাদে হ্যামিল্টন শহর গিয়ে ক্যাপ্টেন জন হ্যামিল্টনের মূর্তি ভেঙে ফেলেন
ছবি: হানা রাফিতির ইনস্টাগ্রাম থেকে
৫ / ৮
মাইপি ক্লার্কের পছন্দের খেলা বক্সিং। নিজেও বক্সিং করতে ভালোবাসেন
ছবি: হানা রাফিতির ইনস্টাগ্রাম থেকে
৬ / ৮
অকল্যান্ড ও হ্যামিল্টনের মাঝখানে অবস্থিত হান্টলি শহরে বেড়ে উঠেছেন মাইপি ক্লার্ক। আদিবাসীদের প্রতি বৈষম্য ও অবিচারের বিষয়ে তিনি সব সময় সোচ্চার।
ছবি: হানা রাফিতির ইনস্টাগ্রাম থেকে
৭ / ৮
নিজ সম্প্রদায়ের প্রথা, রীতি ও ঐতিহ্যকে ভালোবেসে মাওরি সম্প্রদায়ের বাগান পরিচালনা করেন মাইপি ক্লার্ক; শিশুরা এখানে চন্দ্রপঞ্জিকা অনুযায়ী গাছ রোপণ করে
ছবি: হানা রাফিতির ইনস্টাগ্রাম থেকে
৮ / ৮
ক্লার্ক বলেন, ‘এখানে (পার্লামেন্টে) আসার কোনো পরিকল্পনাই আমার ছিল না। আমি বরং মিষ্টি আলু চাষ আর মাওরিদের নিজস্ব চন্দ্রপঞ্জিকা “মারামাটাকা” নিয়েই সন্তুষ্ট ছিলাম। কিন্তু কেউ কেউ এমন কিছু জিনিস নিয়ে অনধিকার চর্চা করছেন, যা করাটা তাঁদের একদমই উচিত নয়।’
ছবি: হানা রাফিতির ইনস্টাগ্রাম থেকে