এই ৬ লক্ষণ থাকলে আপনি মানসিকভাবে শক্তিশালী মানুষ

ভেরিওয়েল মাইন্ড ওয়েবসাইট জানিয়েছে মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিত্বের কয়েকটা লক্ষণ। চলুন, জেনে নেওয়া যাক।

১. মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা যেকোনো পরিস্থিতি সহজে মেনে নেন। এটা নিয়ে ভয় পেয়ে হোঁচট খান না বা প্রশ্ন তোলেন না; বরং কীভাবে সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে সেটাকে নিজের অনুকূলে আনা যায়, সে চেষ্টা করেন।


২. সবকিছু নিয়ন্ত্রণে থাকলে আমরা নিজেদের নিরাপদ বোধ করি। কিন্তু পরিবর্তন অবশ্যম্ভাবী। আর সেটা যে সব সময় ব্যক্তির মনোমতো হবে, তা নয়। পরিবর্তন থেকে তাঁরা পিছপা হন না; বরং ‘চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট’ বা পরিবর্তনই যে একমাত্র ধ্রুবক, সেটি মাথায় রেখে পথ চলেন। মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা নিয়ন্ত্রণযোগ্য নয়, এমন বিষয়ে মনোযোগ দেন না।

মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা যেকোনো পরিস্থিতি সহজে মেনে নেন
ছবি: পেক্সেলস ডটকম

৩. তাঁরা অনুধাবন করেন, সবাইকে খুশি রাখা সম্ভব নয়। তাই তাঁরা সে চেষ্টাও করেন না। তাঁরা আত্মবিশ্বাসী। তাঁরা লোকে কী বলল, এ নিয়ে পড়ে না থেকে নিজের কাজে মন দেন। তাঁরা বাস্তবতা বোঝেন। বোঝেন, যেকোনো পরিস্থিতিতেই কিছু মানুষ কিছু না কিছু বলবেই।

৪. মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা ঝুঁকি নিতে ভয় পান না; বরং নিজের জ্ঞান ও মেধা দিয়ে ঝুঁকির পরিমাণ বিশ্লেষণ করেন। আর যদি ঝুঁকি নিয়ে সফল নাও হন, তবু সেখান থেকে শিক্ষা নিয়ে পথ চলেন। মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা সবচেয়ে ভালো ‘ইনপুট’ দিয়ে সবচেয়ে খারাপ আউটপুটের জন্য প্রস্তুতি রাখেন।

মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা ঝুঁকি নিতে ভয় পান না
ছবি: পেক্সেলস ডটকম

৫. মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা অতীতে বাস করেন না। তাঁরা জানেন, অতীত কখনো বদলানো সম্ভব নয়। তাই তাঁরা বর্তমানকে উপভোগ করেন। আর সুন্দর আগামীর লক্ষ্যে কাজ করেন। অতীত নিয়ে হাহুতাশ করা দুর্বল ব্যক্তিত্বের লক্ষণ।


৬. মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা অন্যের সাফল্যে ক্ষুব্ধ বা ঈর্ষান্বিত হন না। অন্যের সাফল্য আপনাকে যদি নেতিবাচকভাবে উদ্বুদ্ধ করে, তাহলে আপনি নিজের কাজের ‘ফোকাস’ হারাবেন। মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিদের সহজে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত করা যায় না। তাঁরা এক–দুবার ব্যর্থ হলেও হাল ছেড়ে দেন না।