খানিকটা বেলা করেই সিলেট শহর থেকে আমাদের যাত্রা শুরু হলো। প্রাথমিক গন্তব্য মৌলভীবাজারের কমলগঞ্জ। তারপর পদ্মছড়া হ্রদ। কমলগঞ্জের কথা মনে এলেই অজানা এক মায়া যেন ভর করে বসে। এমন মায়ার কারণ কমলগঞ্জের ইতিহাস আর ঐতিহ্য। ইতিহাস বলে মণিপুরীরা ব্রিটিশ জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করে জয়ী হয়েছিল শান্তির জন্য। সেই ব্রিটিশ আমল থেকেই শান্তিপ্রিয় মণিপুরীদের বসবাস এই উপজেলায়। তাঁদের নিজের তৈরি মণিপুরী পোশাকের যেমন সুনাম-রয়েছে দেশ-বিদেশ, তেমনি রয়েছে নিজস্ব বর্ণিল সংস্কৃতি। তারই একটি মহারাস লীলা উৎসব। সিলেট থেকে এসব গল্প করতে করতে সহকর্মী মানাউবী সিংহের মোটরবাইকে বসে যাচ্ছিলাম। রাজনগর এলাকায় চায়ের কাপে খানিক বিরতি নিলেন তিনি।
বাহন মোটরসাইকেল হওয়ায় কমলগঞ্জ যেতে আমরা বেছে নিয়েছি রাজনগর-শমশেরনগর গ্রামীণ সড়ক। হেমন্তের দিন বলেই পিচঢালা গ্রামীণ পথের দু-ধারে আমন ধানের মাঠ। এ যেন সোনালি সমুদ্র। বিস্তৃত ফসলের মাঠ আর আঁকাবাঁকা পথ। ধানখেতে পাখিরা ব্যস্ত খাবার শিকারে। গ্রামের দুরন্ত শিশু-কিশোর খেলায় ব্যস্ত মাঠে। শমসেরনগর থেকে বাইক যত কমলগঞ্জের দিকে এগোচ্ছিল দৃষ্টিসীমায় তখন কুয়াশাভর করা আসাম ও ত্রিপুরা রাজ্যের সবুজ পাহাড়। শমসেরনগর থেকে খানিক সামনেই আলী নগর রাবারবাগানটাও বেশ পরিপাটি। সারি সারি রাবারগাছ। আকাশ ছোঁয়া গাছের পাতা ছুঁয়ে নামা হেমন্তের সূর্যের আলো জানান দিল এখন প্রায় দুপুর। যাত্রাপথে এমন মোনোলোভা দৃশ্য দেখতে দেখতে আমাদের অবস্থান আদমপুর মণিপুরী পাড়ায়।
এই পাড়া থেকে এবার সরাসরি যাত্রা পদ্মছড়া লেকে। কমলগঞ্জ থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়ক ধরে ৩০ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই লেকের কোলে। পুরো কমলগঞ্জ এলাকাটি স্নিগ্ধ সবুজ। দুটি পাতা একটি কুঁড়ির প্রাচুর্য আর পাহাড়-টিলা ঠাসা বেশ সমৃদ্ধময় কমলগঞ্জ। এই উপজেলার অতি পরিচিত অন্যতম পর্যটনকেন্দ্র ‘মাধবপুর লেক’। সারা বছর পর্যটকদের পদচারণায় থাকা মাধবপুর লেকের নাম সবার জানা থাকলেও এখনো বেশ অজানাই রয়েছে পদ্মছড়া লেক।
মাধবপুর লেকের প্রবেশমুখ থেকে উত্তর দিকে ছয় কিলোমিটার পথের দূরত্বে পদ্মছড়া চা-বাগান। পাহাড় থেকে সৃষ্ট ছোট খাল সিলেট অঞ্চলে ছড়া নাম পরিচিত। পদ্মছড়া তেমনি একটি প্রাকৃতিক খাল। চা-বাগানের কোলেই এর অবস্থান। পদ্মছড়ার নাম শুনে পদ্মপাতার কথা মনে হতে পারে। তবে পদ্মছড়ায় পদ্মের দেখা মিলল না। কেন নেই? স্থানীয় অনেক বলেন, নিশ্চয় ছিল, হয়তো এখন নেই। তবে পদ্মের দেখা না পেলেও টলমলে পানি আর সবুজ পাহাড়ের অপরূপ সৌন্দর্য মনের তৃষ্ণা মিটিয়েছে বেশ।
যেভাবে যাবেন
দেশের যেকোনো প্রান্ত থেকে বাস, রেলযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও শমসেরনগর যাওয়া যায়। চাইলে শ্রীমঙ্গল রেলস্টেশন থেকেও বাস বা সিএনজি নিয়ে যাওয়া যাবে শমসেরনগর। সেখান থেকে সিএনজি অটোরিকশা বা ব্যক্তিগত যানবাহন নিয়ে যাওয়া যাবে পদ্মছড়ায়।
কোথায় থাকবেন
কমলগঞ্জের শমসেরনগরে থাকার ব্যবস্থা আছে। একাধিক সুবিধার জন্য শ্রীমঙ্গলকেও বেছে নিতে পারেন। পাঁচতারকা হোটেল থেকে শুরু করে মাঝারি ও স্বল্প খরচে থাকার ব্যবস্থা রয়েছে শ্রীমঙ্গলে।