আয়োজনটার নাম ‘বিডি মাউন্টেনিয়ারস সামিট’। গতকাল বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনের দোতলায় বসেছিল পর্বতারোহীদের এই মিলনমেলা। আয়োজনে নিজেদের অভিযানের গল্প শুনিয়েছেন তাঁরা। অনুষ্ঠানে দেশের পর্বতারোহণের ইতিহাস এবং সামগ্রিক অবস্থা নিয়ে কথা বলেন এভারেস্ট আরোহণকারী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার।

আয়োজকেরা বলছেন, গত বছর বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে সবচেয়ে বেশিসংখ্যক অভিযান হয়েছে। বেশির ভাগ অভিযান সফলতার মুখও দেখেছে। এসব অভিযানে নারীদের অংশগ্রহণও উল্লেখযোগ্য। তরুণ পর্বতারোহীদের হাত ধরে দারুণ সব অর্জন যুক্ত হয়েছে দেশের পর্বতারোহণের ইতিহাসে। এসব অভিযান বিভিন্ন ক্লাবের ব্যানারে যেমন হয়েছে, তেমনি ব্যক্তিগত উদ্যোগেও হয়েছে। এসব অভিযান এবং অভিযাত্রীদের এক ছাদের নিচে এনেছে ‘বিডি মাউন্টেনিয়ারস সামিট’।

পর্বতারোহী সুখী সুলতানা যেমনটি বলছিলেন, ‘এখানে যাঁরা এসেছেন, তাঁদের মতাদর্শ ভিন্ন হ‌তে পা‌রে, পর্বতারোহণের ধরন ভিন্ন হ‌তে পা‌রে, কিন্তু একটা জায়গায় সবাই এক—পাহাড়প্রেম। তাই এই আয়োজনে শামিল হতে এসেছি। জানতাম, এখানে এলে অনেক প্রিয় মুখের দেখা মিলবে, হলোও তা-ই।’

যৌথভাবে আয়োজনটি করেছিল বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব, অভিযাত্রী, রোপ ফোর, দ্য কোয়েস্ট, ভার্টিক্যাল ড্রিমার্স, অদ্রি এবং ক্লাইম্ব ফর আর্থ।