চুয়াডাঙ্গার গ্রামটিকে বলা হচ্ছে ‘বন্য প্রাণী ও পাখির গ্রাম’, ১৫ ছবিতে তারই প্রমাণ

চুয়াডাঙ্গা সদরের বেলগাছিকে মনে হতে পারে শহরের ভেতরে একটুকরা গ্রাম। গ্রামটি এখন হয়ে উঠেছে পাখি ও বন্য প্রাণীর অভয়াশ্রম। শালিক, ঘুঘু, প্যাঁচা, শ্যামা, শামুকখোল, বক, চন্দনা টিয়া, হীরামনের আনাগোনা রয়েছে বেশ। সেই সঙ্গে মেটে তিতির, পাতা বুলবুলি, হলুদ চোখ ছাতার ও জলময়ূরেরও দেখা মেলে ইদানীং। শুধুই কি পাখি, বন্য প্রাণীর নিরাপদ ঠিকানাও এই বেলগাছি। গ্রামের মাঠে গেলেই এখন দেখা পাবেন খরগোশ, বনবিড়াল, বাগডাশ, মেছো বাঘ ও শিয়ালের। ছবিগুলো তুলেছেন বখতিয়ার হামিদ

১ / ১৫
বেলগাছি গ্রামের রঙিলা চ্যাগা
২ / ১৫
পথের পাশে পাতি শিয়াল
আরও পড়ুন
৩ / ১৫
চোখজুড়ানো হুদহুদ
৪ / ১৫
খুঁড়ুলে প্যাঁচার কড়া দৃষ্টি
৫ / ১৫
বনবিড়ালের মেজাজ চড়া!
৬ / ১৫
নিজের ঘরে কাঠবিড়ালি
৭ / ১৫
দেশি বুনো খরগোশ
৮ / ১৫
কালোমাথা বেনেবউ হলদে পাখি নামেও পরিচিত
৯ / ১৫
বাচ্চাসহ জলময়ূর
১০ / ১৫
ডাহুকটা কি রেললাইন পরিদর্শনে এসেছে!
১১ / ১৫
হনুমানটা বেলগাছির স্থায়ী বাসিন্দা!
১২ / ১৫
হরিয়াল এসেছে রসে চুমুক দিতে
১৩ / ১৫
তীক্ষ্ম দৃষ্টির অম্বর-চুটকি
১৪ / ১৫
কাকতাড়ুয়ায় নেই ভয় সাদা বুক মাছরাঙার!
১৫ / ১৫
নাম তার কমলাবউ