ন্যাশনাল জিওগ্রাফিকের ২০২৪ সালের ‘কুল লিস্ট’–এ সিকিমসহ যেসব ভ্রমণস্থান আছে

বিদেশ ভ্রমণের সঙ্গে ভিসা, বিমান টিকিট, ছুটিছাটাসহ নানা বিষয় জড়িয়ে থাকে। তাই ভ্রমণ পরিকল্পনা আঁটতে হয় হাতে সময় নিয়ে। ‘ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেলার’ ম্যাগাজিন হয়তো এই বিষয়টিই ভেবেছে। এরই মধ্যে ২০২৪ সালে ভ্রমণ করতে পারেন, বিশ্বের এমন আকর্ষণীয় ৩০টি গন্তব্য ও অভিজ্ঞতার নাম প্রকাশ করেছে ম্যাগাজিনটির যুক্তরাজ্য সংস্করণ। পশ্চিমা বিশ্বের পাঠকদের ভ্রমণরুচি মাথায় রেখে তালিকাটা করলে কি হবে, আপনার পছন্দের কোনো জায়গাও নিশ্চয় আছে। একনজরে দেখে নিন।

১. আলবেনীয় আল্পস, আলবেনিয়া

১ / ৩০
আলবেনীয় আল্পস
ছবি: সংগৃহীত

২. বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড

২ / ৩০
বেলফাস্ট
ছবি: সংগৃহীত

৩. ইমিলিয়া রোমাঙ্গা, ইতালি

৩ / ৩০
ইমিলিয়া রোমাঙ্গা, ইতালি
ছবি: সংগৃহীত

৪. ট্রেনে ইউরোপ ভ্রমণ

৪ / ৩০
ট্রেনে ইউরোপ ভ্রমণ
ছবি: সংগৃহীত

৫. গ্যালোওয়ে ও সাউদার্ন আয়ারশায়ার, স্কটল্যান্ড

৫ / ৩০
গ্যালোওয়ে ও সাউদার্ন আয়ারশায়ার, স্কটল্যান্ড
ছবি: সংগৃহীত

৬. নর্ডল্যান্ড, নরওয়ে

৬ / ৩০
নর্ডল্যান্ড, নরওয়ে
ছবি: উইকিমিডিয়া কমনস

৭. নর্থ ইয়র্কশায়ার, ইংল্যান্ড

৭ / ৩০
নর্থ ইয়র্কশায়ার, ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

৮. পম্পেই, ইতালি

৮ / ৩০
পম্পেই, ইতালি
ছবি: সংগৃহীত

৯. সাইমা, ফিনল্যান্ড

৯ / ৩০
সাইমা, ফিনল্যান্ড
ছবি: সংগৃহীত

১০. তার্তু, এস্তোনিয়া

১০ / ৩০
তার্তু, এস্তোনিয়া
ছবি: সংগৃহীত

১১. ইউরো ২০২৪, জার্মানি

১১ / ৩০
জার্মানির একটি ফুটবল স্টেডিয়াম
ছবি: সংগৃহীত

১২. ভাল্লেত্তা, মাল্টা

১২ / ৩০
ভাল্লেত্তা, মাল্টা
ছবি: সংগৃহীত

১৩. ওয়েলসে হুইস্কি পান

১৩ / ৩০
ওয়েলস
ছবি: সংগৃহীত

১৪. ওয়াইল্ড আটলান্টিক ওয়ে, আয়ারল্যান্ড

১৪ / ৩০
ওয়াইল্ড আটলান্টিক ওয়ে
ছবি: সংগৃহীত

১৫. আতাকামা মরুভূমি, চিলি

১৫ / ৩০
আতাকামা মরুভূমি
ছবি: সংগৃহীত

১৬. লিমা, পেরু

১৬ / ৩০
পেরুর রাজধানী লিমা
ছবি: সংগৃহীত

১৭. নিউইয়র্ক অঙ্গরাজ্য, যুক্তরাষ্ট্র

১৭ / ৩০
নিউইয়র্কে আছে স্ট্যাচু অব লিবার্টি
ছবি: সংগৃহীত

১৮. মায়ামি, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র

১৮ / ৩০
আটলান্টিকের তীরে অবস্থিত মায়ামি
ছবি: সংগৃহীত

১৯. ডোমিনিকা

১৯ / ৩০
ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র ডোমিনিকা
ছবি: সংগৃহীত

২০. নোভা স্কটিয়া, কানাডা

২০ / ৩০
নোভা স্কটিয়া
ছবি: সংগৃহীত

২১. টেক্সাস, যুক্তরাষ্ট্র

২১ / ৩০
যুক্তরাষ্ট্রের টেক্সাসও আছে ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেলের কুল লিস্টে
ছবি: সংগৃহীত

২২. ইউকাতান উপদ্বীপ, মেক্সিকো

২২ / ৩০
মেক্সিকোর অন্যতম জনপ্রিয় ভ্রমণস্থান এটি
ছবি: সংগৃহীত

২৩. ইবেরা ওয়েটল্যান্ড, আর্জেন্টিনা

২৩ / ৩০
ইবেরা ওয়েটল্যান্ড
ছবি: সংগৃহীত

২৪. আকাগেরা, রুয়ান্ডা

২৪ / ৩০
আকাগেরা জাতীয় উদ্যানে দেখা মেলে নানা জাতের প্রাণীর
ছবি: সংগৃহীত

২৫. আন্দ্রেফানা ড্রাই ফরেস্ট, মাদাগাস্কার

২৫ / ৩০
আন্দ্রেফানা ড্রাই ফরেস্ট
ছবি: সংগৃহীত

২৬. সিয়েরা লিয়ন

২৬ / ৩০
সিয়েরা লিয়নের উপকূলীয় এলাকায় অনেকে ঘুরতে যান
ছবি: সংগৃহীত

২৭. সিকিম, ভারত

২৭ / ৩০
সিকিমের ছাঙ্গু লেক
ছবি: সংগৃহীত

২৮. তাইনান, তাইওয়ান

২৮ / ৩০
তাইনান পর্যটকদের পছন্দের জায়গা
ছবি: সংগৃহীত

২৯. সিয়ান, চীন

২৯ / ৩০
চীনের শানশি প্রদেশের রাজধানী সিয়ান
ছবি: সংগৃহীত

৩০. ভিক্টোরিয়া রাজ্য, অস্ট্রেলিয়া

৩০ / ৩০
পাহাড়ের পাদদেশে সাগর ঘেঁষে আঁকাবাঁকা গ্রেট ওশান রোড
ছবি: সংগৃহীত