এশিয়ান পর্যটন মেলা শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর, ২০ শতাংশ ছাড়ে মিলবে বিমানের টিকিট

মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিরা
ছবি: প্রথম আলো

২১ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে দশম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)। এই মেলায় এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় পর্যটন সংস্থা, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, এয়ারলাইনসসহ দেশীয় ভ্রমণ ও পর্যটন সংস্থাগুলো অংশ নেবে। মেলা চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।

মেলা উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকার এক অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গত ৯ বছরে এশিয়ান পর্যটন মেলা এই অঞ্চলের ভ্রমণপিপাসু মানুষ, শিল্প ও পর্যটন পেশাদারদের একত্র হওয়ার প্রধান প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এ বছর মেলার প্রতিপাদ্য ‘কানেকটিং রিজিওনাল ট্যুরিজম’ বা আঞ্চলিক পর্যটনকে যুক্ত করা। এই মেলার মাধ্যমে এশীয় দেশগুলোর মধ্যে পর্যটন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময়, আঞ্চলিক পর্যটন জোট গঠনের গুরুত্ব পাবে।

আরও পড়ুন
তিন দিনের পর্যটন মেলার প্রচারণা
ছবি: প্রথম আলো

এশিয়ান পর্যটন মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, নেপাল, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাতের পর্যটন প্রতিষ্ঠান অংশ নেবে। আয়োজকেরা জানান, সব মিলিয়ে দেড় শ পর্যটন প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করবে, যার মধ্যে অর্ধশতাধিক বিদেশি প্রতিষ্ঠান। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় প্রবেশমূল্য ৩০ টাকা।

দশম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও ‘পর্যটন বিচিত্রা’র সম্পাদক মহিউদ্দিন হেলাল প্রথম আলোকে বলেন, প্রবেশ কুপনের মাধ্যমে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য থাকবে এয়ারলাইনস টিকিটসহ বিভিন্ন পুরস্কার। অনলাইনে আগে থেকে নিবন্ধন করে গেলে শিক্ষার্থীদের কোনো প্রবেশ ফি দরকার হবে না।

মহিউদ্দিন হেলাল আরও বলেন, যাঁরা নিয়মিত বেড়াতে যান, তাঁদের লক্ষ্য থাকে সাশ্রয়ী ভ্রমণ। এ ধরনের মেলা দর্শনার্থীদের আগাম ভ্রমণের সিদ্ধান্ত নিতে সহায়তা করে। একই জায়গায় বিভিন্ন স্টলে ঘুরে একজন মানুষ তাঁর সেরা বিকল্প খুঁজে নেওয়ার সুযোগ পেতে পারেন। সেসব বিষয় বিবেচনা করেই মেলায় অংশগ্রহণকারী দেশ-বিদেশের প্রতিটি প্রতিষ্ঠানই নানা অফার ও প্যাকেজ নিয়ে হাজির হচ্ছে। যেমন মেলা উপলক্ষে বিমান সব গন্তব্যের টিকিটে ২০ শতাংশ ছাড় দেবে। ভ্রমণপিপাসু মানুষ সেখানে সাশ্রয়ী মূল্যে প্যাকেজ বুকিং দিতে পারবেন।

মেলার পাশাপাশি বাংলাদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট সামিট নামের আয়োজনে পর্যটন–সম্পর্কিত বিভিন্ন সেমিনার ও আলোচনাসভা থাকবে।

আজকের সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাহাত আনোয়ার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি শিবলুল আজম কোরেশী, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি খবিরউদ্দিন আহমেদ, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।